Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

শীঘ্রই হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে আসছে নতুন চমক, জানুন খুঁটিনাটি

মেসেজিং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও মজাদার।

WhatsApp to soon roll out this new camera feature

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 8, 2024 4:45 pm
  • Updated:May 8, 2024 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলেছে হোয়াটসঅ্যাপ। নানা নতুন নতুন ফিচার এনে ইউজারদের চমকে দিচ্ছে মেটার অন্তর্ভূক্ত এই মেসেজিং অ্যাপ। অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও হচ্ছে আরও মজাদার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে আসছে নতুনত্ব।

সূত্রের খবর, iOS বিটা ভার্সানে নতুন ফিচারটি চোখে পড়েছে। অর্থাৎ আইফোন ইউজারদের ক্যামেরার ফিচারে আসছে চমক। ঠিক কী বদল লক্ষ্য করা গিয়েছে? জানা যাচ্ছে, জুম কন্ট্রোল ফিচারে পরিবর্তন আসছে। যার অর্থ হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে এখন আরও অনায়াসে এবং মসৃনভাবে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫-এর আপডেটেড ভার্সানে এই নয়া জুম কন্ট্রোল ফিচারটি পাবেন ইউজাররা।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হার ৯০ শতাংশ, মেধা তালিকায় কলকাতাকে টেক্কা জেলার]

এর মাধ্যমে নির্ঝঞ্ঝাটে জুম লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে জোরে প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হত। কিন্তু এবার আরও সহজে জুম কমানো কিংবা বাড়ানো যাবে। এতে যে ইউজারের মুখে হাসি ফুটবে, তা বলাই বাহুল্য।

অ্যান্ড্রয়েড হোক কিংবা iOS। মাঝেমধ্যেই নয়া ফিচার যুক্ত হতে থাকে হোয়াটসঅ্যাপে। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখেই বদল ঘটে এই প্ল্যাটফর্মে। ডিসঅ্যাপিয়ারিং অপশন থেকে স্টেটাস, নানা ক্ষেত্রেই বদল ঘটিয়ে ইউজারদের মন জিতে নিয়েছে হোয়াটসঅ্যাপ। এবার নয়া ক্যামেরা ফিচারের অপেক্ষায় আইফোন ইউজাররা।

[আরও পড়ুন: ‘আদানি-আম্বানি নিয়ে মুখ বন্ধ কেন? কত টাকা পেয়েছেন?’, রাহুলকে পালটা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement