Advertisement
Advertisement
WhatsApp

অসমাপ্ত মেসেজ উড়ে যাওয়ার ভয় আর নেই! হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার

টেলিগ্রামে ইতিমধ্যেই রয়েছে এই ফিচারটি।

WhatsApp rolls out message drafts to save unsent messages
Published by: Biswadip Dey
  • Posted:November 17, 2024 5:49 pm
  • Updated:November 17, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। নানা ব্যস্ততার মধ্যেই সকলে নজর রাখেন নতুন কী বার্তা এল। আর সেদিকে তাকিয়েই ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে মেটা। এবার তারা নিয়ে এসেছে এক ফিচার। তার নাম ‘মেসেজ ড্রাফটস’।

কী এই ফিচার? এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ট মেসেজ সেভ করতে পারবেন। এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না। কেননা মেলের মতোই তা ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।
অনেক সময়ই এমন হয়, কোনও মেসেজ টাইপ করার পর হয়তো তা আর পাঠানো হল না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ‘ড্রাফট’ হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই কোনও ইউজার ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলিকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।

Advertisement

প্রসঙ্গত, টেলিগ্রামে ইতিমধ্যেই এমন সুবিধা লভ্য। সেখান থেকেই এবার তা হোয়াটসঅ্যাপেও চলে এল। আপাত ভাবে এটিকে ছোট কোনও আপডেট মনে হলেও আদপে কিন্তু তা নয়। কেননা অসমাপ্ত মেসেজ হারিয়ে ফেলার জন্য অনেক সময়ই সমস্যা তৈরি হতে পারে। যা এবার থেকে আর হবে না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকী ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যাঁরা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাঁদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement