Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

ভোট মরশুমে রংবদল! আচমকা সবুজ হয়ে যাচ্ছে WhatsApp, জানেন কেন?

সোশাল মিডিয়ায় নিজেদের নয়া অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বহু ইউজার।

This is why WhatsApp has turned green for many users

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 27, 2024 4:13 pm
  • Updated:April 27, 2024 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো মেসেজিং অ্যাপের ভিড়েও বিশ্বে জনপ্রিয়তায় শীর্ষস্থান ধরে রেখেছে হোয়াটসঅ্যাপ। তাই এই অ্যাপে সামান্য বদল ঘটলেও তা ইউজারদের চোখ এড়ায় না। এবার iOS ইউজারদের নজরে এসেছে একটি বিশেষ বিষয়। আচমকাই বদলে গিয়েছে বহু অ্যাপেল ব্য়বহারকারীর হোয়াটসঅ্যাপের থিমের রং! ছিল নীল, হয়ে গিয়েছে সবুজ! ব্যাপারটা ঠিক কী?

আসলে এই পরিবর্তন ঘটেছে গত ফেব্রুয়ারিতে। কিন্তু ভারতীয় ইউজাররা সম্প্রতি এই বদল টের পেয়েছেন। তাঁদের হোয়াটসঅ্যাপের (WhatsApp) মেনুর নোটিফিকেশন জায়গাগুলি আচমকাই নীল থেকে সবুজে পরিণত হয়েছে। বিভিন্ন সোশাল মিডিয়ায় নিজেদের নয়া অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অনেকেই। কেউ কেউ এই বদলে নাখুশ। অনেকে বুঝতেই পারছেন না যে কেন হঠাৎ রং বদলের প্রয়োজন হল!

Advertisement

[আরও পড়ুন: ‘ওরাই গাড়িতে করে নিয়ে আসেনি তো?’, সন্দেশখালিতে CBI ও NSG-র অস্ত্র উদ্ধারে সন্দেহ মমতার]

iOS ইউজারদের হোয়াটসঅ্যাপের থিম সম্প্রতি সবুজ হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিন্তু এই রঙেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে অভ্যস্ত। কারণ অ্য়ান্ড্রয়েডে শুরু থেকেই এই অ্যাপের ইন্টারফেস সবুজ। কিন্তু iOS-এর স্টেটাস বার থেকে চ্যাট-লিস্ট উইনডো, সবক্ষেত্রেই বদল এসেছে। প্রশ্ন হল, কেন এই পরিবর্তন? মেটার তরফে আগেই বলা হয়েছিল, “হোয়াটসঅ্যাপের লুক অ্যান্ড ফিলে আমরা কিছু বদল এনেছি। স্পেস, রং, আইকন-সব একাধিক বিষয়ে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। হোয়াটসঅ্যাপকে আরও আধুনিক করে, ইউজারদের নয়া অভিজ্ঞতা দিতেই এই প্রয়াস। যাতে আরও সহজে ব্যবহার করা যায় এই অ্যাপ।” এই রং চোখের ক্ষেত্রেও আরামদায়ক বলে দাবি টেক জায়ান্ট সংস্থার।

যাঁদের হোয়াটসঅ্যাপ ইন্টারফেস এখনও বদলায়নি, তাঁরা সকলেই এই বদলের সাক্ষী হবেন বলেই জানিয়েছে মেটা। কারণ এই রং আপনার পছন্দ না হলেও সবুজই ভবিষ্যৎ।

[আরও পড়ুন: ‘পাপ বাপকেও ছাড়ে না’, মনোনয়ন বাতিলে বিজপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ অভিষেকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement