Advertisement
Advertisement
AI

মাইক্রোসফটের সঙ্গে ‘এআই যুদ্ধে’ নামতে রাজি গুগলের সিইও সুন্দর পিচাই!

সত্য নাদেলার খোঁচায় সপাট জবাব ভারতীয় বংশোদ্ভূতর।

Sundar Pichai said Google is ready to compete with AI models developed by Microsoft
Published by: Biswadip Dey
  • Posted:December 6, 2024 7:02 pm
  • Updated:December 6, 2024 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার সঙ্গে ‘এআই যুদ্ধে’ নামতে রাজি গুগলের সিইও সুন্দর পিচাই। কয়েক মাস আগে গুগলের এআই যুদ্ধে এগিয়ে থাকা উচিত ছিল বলে খোঁচা দিয়েছিলেন সত্য। এবার সেই মন্তব্যেরই পালটা দিলেন সুন্দর।

নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে যোগ দিয়েছিলেন গুগল সিইও। তখনই তিনি বলেন, ”মাইক্রোসফটের নিজস্ব মডেলের সঙ্গে আমাদের মডেলের বিষয় ধরে ধরে তুলনায় আমি রাজি আছি। যে কোনও দিন, যে কোনও সময়। ওরা তো অন্যের মডেল ব্যবহার করছে। আমরা নতুন জেনারেশনের মডেল নিয়ে কাজ করছি।”

Advertisement

সত্য নাদেলা এর আগে নরজেস ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের পডকাস্টে মুখোমুখি হয়ে বলেছিলেন, ”গুগলের এআই যুদ্ধে স্বাভাবিক ভাবেই বিজয়ী হওয়া উচিত ছিল। ওই সংস্থা অত্যন্ত দক্ষ। ডেটা থেকে সিলিকন থেকে মডেল থেকে পণ্য সবই রয়েছে ওদের।” স্পষ্টতই তাঁর মন্তব্যে থাকা খোঁচার পরই ওয়াকিবহাল মহলের নজর ছিল গুগলের দিকে। অবশেষে টেক জায়ান্টের সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর মুখ খুললেন। এর জবাবে সত্য পালটা কিছু বলেন কিনা সেদিকে এবার তাকিয়ে থাকবেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই নাকি বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার! এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরাল হয়েছে। এর আগে এমন আশঙ্কার কথা শুনিয়ে গিয়েছেন স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী। কিন্তু এরই সমান্তরালে এআই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করেছে। যত সময় যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলি নিজেদের এআই মডেল বাজারে আনছে। যা নিয়ে তৈরি হচ্ছে প্রতিযোগিতার আবহও। এবার সেই প্রতিযোগিতায় মাইক্রোসফটকে ‘ডুয়েলে’ আহ্বান করলেন গুগল সিইও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement