সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে ততই বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) নির্ভরশীলতা। আর সেটাকে কাজে লাগিয়েই নিত্যনতুন ফাঁদ পাতছে হ্যাকাররা। এই মুহূর্তে তাদের এক নতুন ফাঁদের কথা জানতে পারা গিয়েছে। জাল ই-চালান পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে ইউজারদের। আর একবার সেই টোপ গিলে ফেললেই সর্বনাশ!
ব্যাপারটা ঠিক কী? জালিয়াতরা সড়ক ও পরিবহণ মন্ত্রক বা কর্নাটক পুলিশের নাম করে ‘জাল’ চালান পাঠায়। তাতে দাবি করা হয়, ট্র্যাফিক আইন ভাঙার কারণে জরিমানা করা হচ্ছে ওই ইউজারকে। সেই টাকা দেওয়ার জন্য একটি লিঙ্কও পাঠায় তারা। যদি কেউ একবার সেই লিঙ্কে ক্লিক করে ফেলে তাহলেই গোলমাল। তাহলেই একটি অ্যাপ ইনস্টল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং সেই সময় নানা ধরনের অ্যাক্সেস চাইতে থাকে অ্যাপটি। এর মধ্যে কনট্যাক্ট, ফোন নম্বর, এসএমএস এমনকী সেটাই ‘ডিফল্ট’ মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করার অনুমতিও রয়েছে। একবার সেই অনুমতি দিয়ে অ্যাপটি ইনস্টল করে ফেললে হ্যাকাররা ইউজারের ই-কমার্স অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। এখনও পর্যন্ত পাওয়া খবরে ৪ হাজার ৪০০ ডিভাইসে হামলা চালিয়েছে হ্যাকাররা। এদেশে গুজরাটে সবচেয়ে বেশি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তালিকায় এর পরই রয়েছে কর্নাটক। এছাড়াও দেশভর জাল ই-চালান পাঠানোর ফাঁদ পাতছে হ্যাকাররা।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইমেল এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও ফাঁদ পাতে হ্যাকাররা। নিত্যনতুন টোপ ব্যবহার করে তারা। সেই বিপদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.