Advertisement
Advertisement
Amazon India

আমাজনের ওয়েবসাইট থেকে অদৃশ্য, এদেশ থেকে কি ব্যবসা গোটাবে Kindle?

কিন্ডল অনেক বইপ্রেমীর কাছেই খুব পছন্দের এক গেজেট।

Kindle is not available on Amazon India website
Published by: Biswadip Dey
  • Posted:November 20, 2024 4:44 pm
  • Updated:November 20, 2024 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বই ভালোবাসেন যাঁরা, তাঁদের কাছে কিন্ডলের আবেদন দিন দিন বেড়েই চলেছে। ছাপা বই জায়গা দখল করে। সেই তুলনায় কিন্ডলে ভরে রাখা যায় অসংখ্য অজস্র ইবুক। তাই কিন্ডল অনেক বইপ্রেমীর কাছেই খুব পছন্দের এক গেজেট। কিন্তু আমাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে কিন্ডল কিনতে গিয়ে সম্প্রতি নাকাল হয়েছেন অনেকেই। কেননা সেখানে লভ্যই নয় কিন্ডল! ব্যাপারটা কী? কেন গায়েব কিন্ডল?

মজার কথা হল, রিলায়েন্স ডিজিটালের মতো অফলাইন স্টোরে কিন্তু আপনি কিন্ডল পেয়ে যাবেন। কিন্তু অনলাইনে তা অদৃশ্য। যদিও বলা হচ্ছে, এসবই পড়ে থাকা স্টক মাত্র। যত সময় যাবে ততই অফলাইন স্টোর থেকেও গায়েব হয়ে যাবে কিন্ডল। যা প্রশ্ন তুলে দিচ্ছে এদেশে কিন্ডলের ভবিষ্যৎ নিয়ে।

Advertisement

উল্লেখ্য, কিন্ডল ২০১৯ সালের এন্ট্রি-লেভেল মডলের আপগ্রেডেড সংস্করণ ২০২২ সালে ভারতীয় বাজারে এনেছিল। দাম ৯ হাজার ৯৯৯ টাকা। কিন্তু এর পর আর নতুন কিছু লঞ্চ হয়নি। এবছরের শুরুতে বিভিন্ন রঙে কিন্ডলের নতুন চারটি মডেলের দেখা মিলেছিল। কিন্তু এদেশের বাজারে নয়। সেই সঙ্গেই দেখা গিয়েছিল আগের মডেলগুলি ক্রমেই আমাজনের ওয়েবসাইট থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এরকম কিন্তু আগে হয়নি। ফলে প্রশ্ন উঠছে, আদৌ কি কিন্ডল ভারতীয় বাজারে ফিরবে?

কিন্তু এই বিষয়টা সাময়িক বলেই জানাচ্ছে খোদ আমাজন ইন্ডিয়াই। সংস্থার এক মুখপাত্র বলছেন, ”যেভাবে সাময়িক ভাবে কিন্ডল অলভ্য হয়ে গিয়েছে তাতে আমি দুঃখিত। অনুগ্রহ করে আমাজনের ওয়েবসাইটে চোখ রাখুন কিন্ডল সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য। আপনাদের অনেক ধন্যবাদ।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement