ছবি: সংগৃহিত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কদিন। শেষ হতে চলেছে ২০২৪। নতুন বছরকে স্বাগত জানতে তৈরি সবাই। নতুন বর্ষ উপলক্ষে গ্রাহকদের জন্য নয়া উপহার নিয়ে এল দেশের জনপ্রিয় মোবাইল নেটওর্য়াক সংস্থা জিও। নতুন রিচার্জ প্যাক নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা। যাতে গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে বেশ কিছু অতিরিক্ত পরিষেবা।
কী সেই প্ল্যান? ২০২৫ সালে ২০২৫ টাকার রির্জাচ প্ল্যান বাজারে এনেছে জিও। এই প্ল্যানের মেয়াদ ২০০দিন। দৈনিক ২.৫ জিবির ডেটা হিসাবে ৫০০ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএস পরিষেবা পাওয়া যাবে। সঙ্গে যে সমস্ত শহরে বা এলাকায় ৫জি কানেকশন রয়েছে সেখানে আনলিমিটেড ৫জি পরিষেবা পাবেন গ্রাহকরা। তাছাড়া জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের বিনামূল্যের সাবস্ক্রিপশন থাকছেই।
এখানেই শেষ নয়, এই প্ল্যানে রিচার্জ করলে ব্যবহারকারীরা ৫০০ টাকার আজিও কুপন (২,৯৯৯ টাকার বেশি অর্ডারে), ফ্লাইট বুকিংয়ের জন্য ১৫০০ টাকার ইজিমাইট্রিপ কুপন এবং ৪৯৯ টাকার বেশি অর্ডারের জন্য ১৫০ টাকার কুপন পেতে পারেন। এই প্ল্যান রিচার্জে গ্রাহকরা ৪৬৮ টাকা সাশ্রয় করতে পারবেন। তবে প্ল্যানটি ১১ ডিসেম্বর ২০২৪ বাজারে এসেছে। নতুন বছরের ১১ জানুয়ারি পর্যন্ত এই অফার পাবেন গ্রাহকরা। তাই দেরি করবেন না। না হলেই বড় অফার মিস!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.