Advertisement
Advertisement

Breaking News

Digital Arrest

‘ডিজিটাল গ্রেপ্তারি’র ফাঁদে এবার আইআইটি পড়ুয়া, খোয়া গেল ৭ লক্ষ টাকা!

তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।

IIT Bombay student loses ₹ 7 Lakh in 'digital arrest' scam

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:November 27, 2024 12:46 pm
  • Updated:November 27, 2024 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল গ্রেপ্তারি। সম্প্রতি যে সাইবার অপরাধ নিয়ে সোচ্চার হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সাধারণত প্রতারকদের ‘সফট টার্গেট’ হন প্রবীণরা। কিন্তু এবার সামনে এল আইআইটি বম্বের এক পড়ুয়ার হয়রানির। যার জেরে তিনি খুইয়েছেন ৭ লক্ষ টাকা!

ঠিক কী হয়েছিল? ২৫ বছরের ওই যুবক গত জুলাইয়ে একটি ফোন পান। সেখানে ট্রাইয়ের কর্মী সেজে একজন দাবি করে, তাঁর মোবাইল নম্বরের বিরুদ্ধে ১৭টি অভিযোগ জমা পড়েছে বেআইনি কার্যকলাপের। এর পর সেই প্রতারক জানায়, যুবককে পুলিশের থেকে এনওসি নিতে হবে। আর সেজন্য কলটি ট্রান্সফার করা হচ্ছে সাইবার অপরাধ দমন শাখায়।

Advertisement

যুবক জানিয়েছেন, ”হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কলে আমি দেখতে পাই উলটো দিকে পুলিশ অফিসারের উর্দি পরে একজন বসে রয়েছে। সে যুবকের আধার কার্ড নম্বর চায়। এবং অভিযোগ করে, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকা অভিযোগ রয়েছে। এর পর ওই প্রতারক যুবককে অনলাইনে ২৯ হাজার ৫০০ টাকা দিতে বাধ্য করে।” সেই সঙ্গেই তাঁকে জানিয়ে দেওয়া হয়, তিনি ‘ডিজিটাল গ্রেপ্তারি’র সম্মুখীন হয়েছেন।

পরদিন প্রতারক ফের ফোন করে আরও টাকা চায়। বাধ্যত যুবক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিয়ে দেন প্রতারককে। দেখা যায়, প্রতারকরা তাঁর অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা সরিয়ে নিয়েছে। এর পর আক্রান্ত যুবককে বলা হয়, তিনি এখন নিরাপদ। তাঁকে গ্রেপ্তার করা হবে না।

পরে অনলাইনে ডিজিটাল গ্রেপ্তারির বিষয়টি জানতে পারেন যুবক। বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছিলেন। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করেছেন। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement