Advertisement
Advertisement

সাবধান মেসি! বল পায়ে টেক্কা দিতে তৈরি আর্তেমিস, জানেন পরিচয়?

এলএম টেনের রেকর্ড ভাঙার ক্ষমতা রাখে সে!

Humanoid robot Artemis set to outrun Lionel Messi
Published by: Sulaya Singha
  • Posted:November 20, 2024 5:53 pm
  • Updated:November 20, 2024 9:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ফুটবলের রাজপুত্তুর। বল পায়ে ম্যাজিক দেখান। তিনি ভিনগ্রহের মহামানব। আটটি ব্যালন ডি’অরের একমাত্র মালিক। তিনি লিওনেল মেসি। ক্লাবের জার্সিতে তো বটেই, দেশের হয়েও তিনিই যে সেরা, সেই প্রমাণও পেয়েছে বিশ্ব। কিন্তু এবার সতর্ক হওয়ার সময় এসেছে! কারণ খোদ মেসিকে টেক্কা দিতে তৈরি আর্তেমিস! এলএম টেনের রেকর্ড ভাঙার ক্ষমতা রাখে সে!

অবাক হচ্ছেন তো? ভাবছেন, ধূমকেতুর মতো আচমকা কার আবির্ভাব ঘটল? আসলে আর্তেমিস কোনও রক্তমাংসের মানুষ নয়। মেসিকে মাত দিতে তৈরি করা হয়েছে আস্ত একটি যন্ত্রমানব। ফুটবলের দুনিয়ায় বিপ্লব ঘটাতে ইউসিএলএ-র বিজ্ঞানীরা জন্ম দিয়েছেন আর্তেমিসের। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই রোবট বল পায়ে দক্ষ ফুটবলারের মতোই নড়াচড়া করতে সক্ষম। প্রতি সেকেন্ডে ২.১ মিটার দূরত্ব পেরতে পারে আর্তেমিস। অর্থাৎ এটিই বিশ্বের দ্রুততম যন্ত্রমানব। মানুষের মতোই পায়ে জুতো পরে মাঠে নামে সে। বল ড্রিবলেও নজর কাড়ছে আর্তেমিস! 

Advertisement

এহেন রোবট তৈরির উদ্দেশ্য কী? সংস্থার তরফে জানানো হয়েছে, ২০৫০ সালের মধ্যে যাতে ফুটবল বিশ্বকাপকে টেক্কা দিতে পারে রোবটরা, সেই লক্ষ্যেই এগোচ্ছেন বিজ্ঞানীরা। আপাতত রোবো কাপ নামের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে আর্তেমিস। ধীরে ধীরে উন্নত হবে তার পারফরম্যান্স। তবে সত্যিই কি ভবিষ্যতে মানুষের বিশ্বকাপকে ছাপিয়ে দিতে পারবে আর্তেমিস? সে উত্তর সময় দেবে। কিন্তু টার্গেট যখন মেসিকে মাটি ধরানো, তখন এহেন যন্ত্রমানব যে অনন্য কীর্তি গড়তে সক্ষম হবে, তা বলে দেওয়াই যায়। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement