Advertisement
Advertisement
UPI transaction

উৎসবের মরশুমে সুখবর ইউজারদের জন্য, বাড়ছে ইউপিআই লেনদেনের উর্ধ্বসীমা

প্রতিটি অনলাইন লেনদেন নজরে রয়েছে, জানাল আরবিআই।

Highest limit of UPI transaction to be extended, says RBI governor

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 10, 2024 7:41 pm
  • Updated:October 10, 2024 7:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তাবের কথা জানা গিয়েছিল আগেই। এবার সেই লেনদেনের কথা ঘোষণা করল আরবিআই। পুজোর মধ্যেই যারা ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় ব‌্যাঙ্ক। এবার থেকে তাঁরা অনেক বেশি টাকার লেনদেন এখান থেকে করতে পারবেন।

বুধবার এই ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এদিন শক্তিকান্ত দাস বলেন, “ইউপিআই বর্তমান সমাজে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিটি ভারতীয়ই এই লেনদেনের সঙ্গে অভ‌্যস্ত হয়ে উঠেছেন। সহজেই এর মাধ‌্যমে সকলে লেনদেন করতে পারেন। দেশের অনলাইন ব্যবস্থা অনেক বেশি সহজ হয়েছে এর ফলে। আগামী দিনে যদি এর টাকার লেনদেন আরও বাড়ানো হয় তবে সেটা দেশের পক্ষে ভালো হবে।”

Advertisement

তবে আরবিআই এটাও জানিয়ে দিয়েছে প্রতিটি অনলাইন লেনদেন কিন্তু তাদের নজরে রয়েছে। তাই কেউ এর থেকে মুক্তি পাবেন না। প্রসঙ্গত, গত ১০ বছরে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইউপিআই লেনদেনের ব্যবস্থা। কোভিড অতিমারী এবং তার পরবর্তী সময়ে আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। সেই জন্যই এবার লেনদেনের উর্ধ্বসীমা বাড়ানোর কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

মাসদুয়েক আগে রাষ্ট্রসংঘে ব্যাপক প্রশংসিত হয়েছিল ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বলেছিলেন, ডিজিটাল পরিষেবা প্রদানের মাধ্যমে যেভাবে ভারতের প্রত্যন্ত গ্রামে অনলাইন ব্যাঙ্কিং পৌঁছে দেওয়া গিয়েছে, তার ফলে দারিদ্র্য ঘুচেছে বহু মানুষের। অন্তত ৮০ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। ভারতের উদাহরণ টেনে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রেসিডেন্ট বলেন, এমন উদ্যোগ নেওয়া উচিত উন্নয়নশীল দেশগুলোর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement