Advertisement
Advertisement
Samsung

AI-এর দৌড়ে পিছিয়ে পড়াই কাল, ৪ মাসে এক তৃতীয়াংশ সম্পদ হারাল স্যামসাং

এআই-এর দৌড়ে পা রেখে সকলকে চমকে দিয়েছিল স্যামসাং।

Falling behind in AI race has cost Samsung $122 billion
Published by: Amit Kumar Das
  • Posted:October 30, 2024 5:26 pm
  • Updated:October 30, 2024 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দৌড়ে পা রেখে সকলকে চমকে দিয়েছিল দক্ষিন কোরিয়ার সংস্থা স্যামসাং। তবে সুদিন দীর্ঘস্থায়ী হল না। এআই-এর লড়াইয়ে বিরাট ধাক্কা খেল সংস্থা। মাত্র ৪ মাসে আন্তর্জাতিক বাজারে ১২২ বিলিয়ন ডলার পড়ল স্যামসাং-এর বাজার দর। অর্থাৎ রিপোর্ট বলছে, প্রায় এক তৃতীয়াংশ সম্পদ হারিয়েছে সংস্থাটি।

সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গ। রিপোর্ট বলছে, এআই-এর লড়াইয়ে নামলেও প্রযুক্তিগত দিকে একাধিক ক্ষেত্রে স্যামসাং পিছিয়ে থাকায় জন্য বাজারে গুরুত্ব হারাচ্ছে এই সংস্থা। যে সব ক্ষেত্রে স্যামসাংয়ের দুর্বলতা উদ্বেগের কারণ হয়ে উঠেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল এআই মেমোরি। এখানে স্যামসাংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স। এই সংস্থা যেখানে একের পর এক চমক এনে বিশ্ববাজারে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সেখানে স্যামসাং-এর হাল বেহাল। এই ক্ষেত্রে বিশ্ব বাজারে আধিপত্য বজায় রেখেছে তাইওয়ানের সেমিকন্ডাক্টার ম্যানুফাকচারিং কো. (TSMC)। এআই-এর বাজারে একাধিক ক্ষেত্রে দুর্বলতার জেরে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে দক্ষিন কোরিয়ার সংস্থাটি। তথ্য বলছে, শুধুমাত্র মাত্র জুলাই মাসে ১০.৭ বিলিয়ন ডলার স্টক বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারিরা। সময় যত গড়াচ্ছে স্যামসাং-এর শেয়ার বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা।

Advertisement

গুরুতর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া স্যামসাং। অত্যাধুনিকতার সঙ্গে পাল্লা দিতে এবং নিজেদের সমস্যা অনুধাবন করে চলতি বছরের শুরুতে মেমোরি চিপ বিশেষজ্ঞ জুন ইয়ং ইউনকে সিমিকন্ডাক্টর বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছে সংস্থা। তবে অবশ্য অবস্থার খুব বিশেষ বদল ঘটেনি। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, এআই মেমোরিতে স্যামসাংয়ের এই দুর্বলতার জেরে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। গত ৪ মাসে ধাপে ধাপে সংস্থার বাজারদর কমল ১২২ বিলিয়ন ডলার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement