ছবি সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে এল অ্যাপেল আইপ্যাডের আপডেটেড ভার্সান। গত ৪ মার্চ এদেশে আত্মপ্রকাশ ঘটেছে আইপ্যাড এয়ার এম৩ চিপ এবং আইপ্যাড ১১ তম জেনারেশনের। দুটি মডেলই অ্যাপেল স্টোর এবং ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। মডেল দুটিতে রয়েছে ম্যাজিক কিবোর্ড। আইপ্যাড এয়ার ব্লু, পার্পল, স্টারলাইট এবং স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই নয়া ভার্সানের বৈশিষ্ট এবং দাম জানতে চাইবেন! চলুন জেনে নেওয়া যাক।
এম৩ চিপ-সহ আইপ্যাড এয়ার-এর ফিচার
লিকুইড রেটিনা ডিসপ্লে মডেল। আইপ্যাড এয়ার -এর ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চির মডেলেই ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশন রয়েছে। অ্যাপেল পেন্সিলের সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ সি চার্জার দিয়েই চার্জ দিতে পারবেন। এই মডেলটি এম১ আইপ্যাডের থেকে দ্বিগুণ এবং এ১৪ বায়োনিক মডেলের থেকে প্রায় সাড়ে তিন গুণ বেশি কার্যকরী।
আইপ্যাড ১১ জেনারেশন-এর ফিচার
লিকুইড রেটিনা ডিসপ্লে যুক্ত মডেলটিতে অ্যাপেল পেন্সিল এবং ম্যাজিক কিবোর্ড ব্যবহার করা যায়। মডেলটিতে এ১৬ চিপসেট রয়েছে। এটিতেও ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ অপশন রয়েছে।
আইপ্যাড এয়ার এম৩ ১২৮ জিবির দাম
১১ ইঞ্চি ওয়াইফাই মডেল: ৫৯ হাজার ৯০০ টাকা।
১১ ইঞ্চি ওয়াইফাই + সেলুলার মডেল: ৭৪ হাজার ৯০০ টাকা।
১৩ ইঞ্চি ওয়াইফাই মডেল: ৭৯ হাজার ৯০০ টাকা।
১৩ ইঞ্চি ওয়াইফাই + সেলুলার মডেল: ৯৪ হাজার ৯০০ টাকা।
আইপ্যাড ১১ জেনারেশন-এর দাম
১২৮ জিবি ওয়াইফাই মডেল: ৩৪ হাজার ৯০০ টাকা।
১২৮ জিবি ওয়াইফাই + সেলুলার মডেল: ৪৯ হাজার ৯০০ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.