Advertisement
Advertisement
Aadhaar update

ফের বাড়ল আধার আপডেটের সময়সীমা, তবে সব পরিষেবা ‘ফ্রি’ নয়

কীভাবে আপডেট করবেন আধার?

Aadhaar update deadline extended again, but not fully free

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2024 8:30 pm
  • Updated:December 17, 2024 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড আপডেটের সময়সীমা ফের বাড়াল কেন্দ্র। ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত আপডেট করা যাবে আধার। তবে আগের মতো সব আপডেট বিনামূল্যে করা যাবে না। কিছু কিছু পরিষেবার জন্য এবার থেকে টাকা গুণতে হবে।

প্রাথমিকভাবে কেন্দ্র ঘোষণা করে চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করানো যাবে। পরে তা বাড়িয়ে ১৪ জুন করা হয়েছিল। এর পর তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। পরে আরও ৩ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সময়ীমা বাড়ায় কেন্দ্র। এবার সেটা আরও বাড়িয়ে ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত করা হবে।

Advertisement

তবে এবার সব পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে না। নাম, ঠিকানা, বয়স বা পরিচয় সংক্রান্ত অন্যান্য বিষয় আপডেট বা এডিট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তবে ছবি, ফিঙ্গারপ্রিন্টের মতো বায়োমেট্রিক আপডেটের জন্য ন্যূনতম মূল্য দিতে হবে।

কীভাবে আপডেট করবেন আধার?
https://myaadhaar.uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।
এবার নিজের আধার নম্বর দিন।
আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে ওটিপি।

এবার আপনার প্রোফাইলে ঢুকে দেখে নিন ঠিকানা-সহ সমস্ত তথ্য কী রয়েছে।

যদি কোনও তথ্য আপডেট করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে যথাযথ ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করুন। সেটি JPEG, PNG অথবা PDF যে কোনও ফরম্যাটে থাকতে পারে। তবে কখনওই যেন ফাইলের সাইজ ২ এমবির বেশি না হয়।
আপডেট রিকোয়েস্ট জমা পড়লে আপনি একটি এসআরএন (সার্ভিস রিকোয়েস্ট নম্বর) পাবেন। এই নম্বরটি নিজের কাছে রেখে দিন। আপডেট সম্পর্কে জানতে হলে এই নম্বরটি দিয়েই ট্র্যাক করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement