Advertisement
Advertisement

‘উমরানকে ঠিকভাবে ব্যবহারই করা হয়নি’, হায়দরাবাদের সমালোচনায় জাহির

উমরানকে নিয়ে অধিনায়ক মার্করামের বক্তব্যে অনেকেই বিস্মিত।

Zaheer Khan expresses disappointment on Umran Malik's omission from SRH । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 19, 2023 7:15 pm
  • Updated:May 19, 2023 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল হাতে গতির ঝড় তোলেন উমরান মালিক (Umran Malik)। অনেক ব্যাটসম্যানেরই রাতের ঘুম কেড়ে নিতে পারেন তিনি। সেই উমরান মালিককে ছাড়াই কয়েকটি ম্যাচে খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। সানরাইজার্সের প্রথম একাদশে উমরান মালিককে না দেখায় অনেকেই বিস্মিত হয়েছেন। প্রশ্নের ঝড় উঠেছে। উমরান মালিককে প্রথম একাদশে না দেখে সবার মতোই হতবাক হয়েছেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান (Zaheer Khan)। তিনি নিজে জিও সিনেমায় আইপিএল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তাঁর মনে হয়েছে, ২৩ বছর বয়সি তরুণ বোলারকে ঠিক মতো সামলাতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

সাংবাদিকদের জাহির খান বলেছেন, ”আমার মনে হয়েছে উমরান মালিককে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ঠিকভাবে সামলাতে পারেনি। যেভাবে ওকে সামলানো দরকার ছিল, যেভাবে ওকে ব্যবহার করা উচিত ছিল, সেভাবে করেনি। এটাই দেখা গিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘কোহলির ফর্ম চিন্তায় রাখবে অস্ট্রেলিয়াকে’, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে স্মিথদের সতর্ক করলেন পন্টিং]

২০২২ সালের টুর্নামেন্টে এমার্জিং প্লেয়ারের সম্মান পেয়েছেন উমরান। তাঁর গতি নিয়ে চর্চা হয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা প্রশংসা করেছেন তাঁর। জাহির বলছেন, ”একজন তরুণ সিমারকে তাঁর উপযুক্ত পরিবেশ দেওয়া উচিত। তাঁকে ঠিকমতো চালনা করা উচিত। দুর্ভাগ্যক্রমে এসআরএইচ তা করেনি।”

উমরান মালিককে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক মার্করামের বক্তব্য শোনার পরে অনেকেই বিস্মিত হয়েছেন। সানরাইজার্স হয়াদরাবাদ অধিনায়ক বলেছেন, ”ওর মধ্যে এক্স ফ্যাক্টর রয়েছে। ঘণ্টায় দেড়শো কিমি বেগে বল করে। কিন্তু পর্দার আড়ালে কী হচ্ছে, তা সত্যিই আমি জানি না। তবে ওর মধ্যে এক্স ফ্যাক্টর রয়েছে।”

[আরও পড়ুন: ‘বিরাট’ সেঞ্চুরি দেখে স্থির থাকতে পারলেন না রজত শর্মা, নাম না করে গম্ভীরকে কটাক্ষ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement