Advertisement
Advertisement

Breaking News

OMG! যুবির বেটার-হাফ গুরবসন্ত কৌর!

তবে এতে ঘোর আপত্তি যুবির বাবা যোগরাজ সিংয়ের৷

Yuvraj’s father not happy with Hazel Keech’s name change
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 6:21 pm
  • Updated:September 12, 2023 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল গুরবসন্ত কৌরের সঙ্গে সদ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন যুবরাজ সিং৷ নামটা অচেনা মনে হচ্ছে? এই যে ধুমধাম করে হেজেল কিচের সঙ্গে বিয়ে হল! তাহলে এই গুরবসন্ত কে? আসলে সম্প্রতি জানা গিয়েছে, বিয়ের পর যুবির স্ত্রী হেজেলের নাম বদলে রাখা হচ্ছে গুরবসন্ত৷ আর নববধূর নাম পরিবর্তনের ঘটনায় বেজায় চটেছেন শ্বশুরমশাই যোগরাজ সিং৷

আসলে যুবরাজের পরিবার ধর্মীয় গুরু হিসেবে বাবা রাম সিংয়ের প্রতিটি নির্দেশ মেনে চলে৷ তাঁর কথা মতোই শিখ ধর্মের নিয়ম মেনে হেজেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেটারের পরিবার৷ তবে এতে ঘোর আপত্তি যুবির বাবা যোগরাজ সিংয়ের৷ তিনি এসব কুসংস্কারে বিশ্বাস করেন না৷ গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “এসবের কোনও মানে হয় না৷ আমার কাছে হেজেল হেজেলই থাকবে৷ ওর নাম বদলালে ওর পরিচয় বদলে যাবে না৷ বাবার ওই সব ভিত্তিহীন কথাবার্তার কোনও মানেই নেই৷ আমি একজন ঈশ্বরকেই বিশ্বাস করি৷”

Advertisement

যোগরাজ ও শবনমের বিবাহবিচ্ছেদের পর যুবরাজ সিং মায়ের সঙ্গে থাকবেন বলেই ঠিক করেছিলেন৷ তবে তা নিয়ে ছেলের প্রতি যোগরাজের কোনও রাগ বা অভিমান নেই৷ তবে ওই ধর্মীয় গুরুকে এড়িয়ে চলার জন্যই যুবি ও হেজেলের বিয়েতে উপস্থিত ছিলেন না তিনি৷ যদিও মেহন্দি অনুষ্ঠানে হোটেলে হাজির ছিলেন তিনি যোগরাজ৷ তবে স্ত্রীর নাম পরিবর্তন নিয়ে এখনও পর্যন্ত যুবির কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement