Advertisement
Advertisement

ক্রিকেটের পর ফ্যাশন দুনিয়ায় রাজত্ব শুরু যুবির

তাঁর নয়া ব্র্যান্ডের পোশাক বিক্রির সমস্ত টাকা চলে যাবে তাঁর ফাউন্ডেশনে৷

Yuvraj Singh launches new ‘YWC’ clothing line
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 1:39 pm
  • Updated:September 8, 2023 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে যে আগ্রাসন নিয়ে খেলেন, মাঠের বাইরেও সেই আত্মবিশ্বাস নিয়েই ক্যানসারকে হার মানিয়ে মানিয়েছিলেন৷ আর তারপর থেকে হাজার হাজার ক্যানসার রোগীর চিকিৎসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন যুবরাজ সিং৷ ক্রিকেটের ব্যস্ততার ফাঁকেই নিজের ফাউন্ডেশন ইউ উই ক্যান-কে সময় দেন৷ এই স্বেচ্ছাসেবি সংস্থার আর্থিক সমস্যা মেটাতে এবার অভিনব উদ্যোগ নিলেন পাঞ্জাব দা পুত্তর৷ শনিবার তাঁর পোশাকের ব্র্যান্ড ‘ওয়াইডব্লিউসি ফ্যাশন’-এর উদ্বোধন হল৷

ডিসাইনার শান্তনু ও নিখিলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ফ্যাশন ব্র্যান্ডটির উদ্বোধন করলেন যুবি৷ বিগ বি থেকে ফারহা খান, ক্রিস গেইল থেকে ইরফান পাঠান, শনিবারের উদ্বোধনে কে নেই! রোহিত শর্মা, বীরেন্দ্র শেহবাগ, জাহির খানরা সতীর্থ যুবিকে তাঁর নয়া উদ্যোগের জন্য শুভেচ্ছা জানালেন৷ জাতীয় দল ও আইপিএল-এর সতীর্থদের সঙ্গে চনমনে মুডে প্রচুর সেলফি তুললেন যুবরাজ৷

বাইশ গজের মতো ফ্যাশন দুনিয়াতেও ছ্ক্কা হাঁকাতে প্রস্তুত যুবি৷ তাঁর নয়া ব্র্যান্ডের পোশাক বিক্রির সমস্ত টাকা চলে যাবে তাঁর ফাউন্ডেশনে৷ উচ্ছ্বসিত ভারতীয় অল-রাউন্ডার বলছেন, “২০১২-তে ইউ উই ক্যান এনজিও শুরু করেছিলাম৷ সেই সময় অর্থের অভাব ছিল৷ এবার ক্রেতারা YWC ফ্যাশনের পোশাক কিনলেই লাভের সব অংশ এনজিও-তে চলে যাবে৷”

পাশাপাশি ডিজাইনাররা জানান, এই ব্র্যান্ডের পোশাকের ইউএসপি হল পিমা কটন৷ যা বিশ্বের সবচেয়ে ভাল সুতি৷ তাই তাঁদের আশা শুধু সেলেবদেরই নয়, সাধারণ ক্রেতাদেরও এই পোশাক নিশ্চয়ই পছন্দ হবে৷

জমকালো অনুষ্ঠানের দিনই ভক্তদের আরও একটি সুখবর দিলেন যুবি৷ চলতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাগদত্তা হেজেল কিচের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি৷ নিজেই এখবর জানিয়ে দেন দলীপ ট্রফিতে ইন্ডিয়া রেড দলের অধিনায়ক৷ জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন বলেই যে ক্রিকেট থেকে বিরতি নেবেন, তেমনটা একেবারেই নয়৷ ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ এখনই ব্যাট তুলে রাখতে নারাজ৷ বরং ওয়ানডে-র ভারতীয় দলে কামব্যাক করে ২০১৯ বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন যুবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement