Advertisement
Advertisement

বিশ্বজয়ী ভারতীয় কবাডি দলকে বিশেষ সংবর্ধনা যুবির

প্রো-কবাডির সৌজন্যে বর্তমানে কবাডির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই বেড়েছে৷

Yuvraj Singh donates to for Indian kabaddi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 7:39 pm
  • Updated:June 17, 2022 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ের হ্যাটট্রিক করে দেশবাসীকে গর্বিত করেছে ভারতীয় কবাডি দল৷ আর তাই বিশ্বজয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানাচ্ছেন যুবরাজ সিং৷

কবাডি তারকাদের জন্য তহবিলে অর্থ জমা করা হচ্ছে৷ যার মধ্যে পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার৷ মন খুলে যে কেউ কবাডির জন্য তহবিলে অর্থ সাহায্য করতে পারেন৷ যা অর্থ জমা হবে, তার পুরোটাই যাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও কবাডির সার্বিক উন্নয়নের খাতে৷ কবাডি তারকাদের সাফল্যকে সম্মান জানাতেই এমন উদ্যোগ৷

Advertisement

যুবি বলছেন, “আরও একটা বিশ্বকাপ জিতল ভারত৷ কবাডির জন্য কিছু করার এবার সময় এসেছে৷ আমিও একজন বিশ্বকাপজয়ী দলের সদস্য৷ বিশ্বসেরা হওয়ার কাজটা কতটা কঠিন, তা আমি জানি৷ আর তাই কবাডির উন্নতির জন্য আমি অর্থ সাহায্য করতে আগ্রহী৷ আমি চাই, যুবপ্রজন্ম এই খেলার প্রতি আরও আকৃষ্ট হোক৷”

প্রো-কবাডির সৌজন্যে বর্তমানে কবাডির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই বেড়েছে৷ ভবিষ্যতে এই খেলা দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা জাতীয় কবাডি দলের অধিনায়ক অনুপ কুমারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement