Advertisement
Advertisement
WTC Final Nathan Lyon India vs Australia

‘ভারতে যা হয়েছে ভুলে যান’, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মনস্তাত্বিক যুদ্ধ শুরু করলেন লিয়ন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই রয়েছে অ্যাশেজ।

You can wipe off anything that happened in India, said Nathan Lyon before ball rolls for WTC Final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 2, 2023 4:38 pm
  • Updated:June 2, 2023 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) পারদ চড়তে শুরু করে দিয়েছে। যত কাণ্ড এবার ওভালে হবে। শেষ হাসি কার জন্য তোলা থাকবে, তার উত্তর দেবে সময়। তবে অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon) ফাইনালের বল গড়ানোর আগেই জানিয়ে দিলেন, ৭ তারিখ থেকে শুরু হতে চলা টেস্ট ফাইনাল সব অর্থেই নতুন একটি ম্যাচ। ভারতে কী ঘটেছে, তার প্রভাব পড়বে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

বছরের গোড়ায় ভারতের মাটিতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ভারত টেস্ট সিরিজ ২-১-এ জিতেছিল। নাথান লিয়ন বলছেন, ”ভারতে যা হয়েছে তা ভুলে যান। দুই দলই দারুণ শক্তিশালী। দুর্দান্ত লড়াই হবে।” ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং, দুই বিভাগই দারুণ শক্তিশালী বলে মনে করেন লিয়ন। তিনি বলছেন, ”ভারতীয় দলে রয়েছে বেশ ভাল ব্যাটার, সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত মানের বোলার।”

Advertisement

[আরও পড়ুন: ৩৭ রাজ্যকে দেওয়া ফিনান্স কমিটির সদস্যর চিঠিতে শোরগোল, তড়িঘড়ি পর্যবেক্ষক নিয়োগ ফেডারেশনের]

অ্যাশেজ শুরু হবে ১৬ জুন। তার আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ফাইনালকে গ্র্যান্ড ফাইনাল বলে উল্লেখ করেছেন অজি অফ স্পিনার।
গত কয়েকদিন ধরেই অ্যাশেজ নিয়ে কালি খরচ হচ্ছে সংবাদপত্রে। বিদেশের মাটিতে গিয়ে ২২ বছর পরে অ্যাশেজ জেতার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। লিয়ন বলছেন, ”আমরা অ্যাশেজ খেলছি। তবে তার আগে বড় ম্যাচের জন্য আমরা নিজেদের তৈরি করছি। এটা গ্র্যান্ড ফাইনাল আমাদের কাছে। ফাইনালের অংশ হতে পারব ভেবে উত্তেজিত লাগছে। এই ফাইনালের পরই আমাদের মরশুম শুরু হবে।”
লিয়ন আরও বলছেন, ”আমি জানি অজি সমর্থকরা অ্যাশেজের দিকে তাকিয়ে। আর তার পিছনে কারণও রয়েছে। তবে এই ফাইনাল ম্যাচ নিয়েও অজি সমর্থকরা সমান আগ্রহী।” গা ঘামানোর ম্যাচ না খেলে অ্যাশেজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল পাচ্ছে অজিরা।
নতুন লড়াই। তার জন্য তৈরি হচ্ছে দুই দল। 

[আরও পড়ুন: ‘ধোনিম্যানিয়ার জন্যই স্মরণীয় এবারের আইপিএল’, ক্যাপ্টেন কুলে মজে পাক কিংবদন্তি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement