Advertisement
Advertisement

জানেন বিয়েতে কত টাকা পণ নিলেন যোগেশ্বর?

জানেন কত টাকা?

Yogeshwar Dutt took dowry. Can you imagine the amount?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 15, 2017 5:50 pm
  • Updated:September 12, 2023 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় তিনি তাঁর পরিবারের সদস্যদেরই দেখেছেন পণের টাকা জোগার করতে নাজেহাল হতে৷ কিন্তু এবার যখন তিনি নিজে বিয়ে করছেন তখন সেই একই কাজ করলেন৷ কনেপক্ষের কাছ থেকে পণ নিলেন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত৷ আগামী ১৬ জানুয়ারি হরিয়ানার কংগ্রেস নেতা জয়ভগবান শর্মার মেয়ে শীতলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন যোগেশ্বর৷ আর তার আগেই প্রকাশ্যে এল তাঁর এই পণ নেওয়ার কাহিনী৷

কিন্তু কত টাকা পণ নিলেন তিনি?

Advertisement

জানা গিয়েছে, নিয়মরক্ষার জন্য মাত্র ১ টাকা পণ নিয়েছেন যোগেশ্বর৷ জানিয়েছেন, তিনি পণপ্রথা বিরোধী। বলেছেন, “পরিবারের সদস্যদের দেখেছি পণের টাকা জোগাতে নাজেহাল হয়েছেন৷ এসব দেখে ছোটবেলাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম কুস্তিগির হব এবং কোনওদিন পণ নেব না৷”

কুস্তিগির হয়ে আগেই নিজের প্রথম স্বপ্ন স্বার্থক করেছেন যোগেশ্বর৷ এবার তাঁর দ্বিতীয় ইচ্ছাপূরণের পালা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement