সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিলেন পাক স্পিনার ইয়াসির শাহ৷ ১৯৯৬ সালে মুস্তাক আহমেদের পর প্রথমবার কোনও পাক স্পিনার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা পেলেন৷
রবিবার তিনি একাই শেষ করে দেন ইংল্যান্ডকে৷ দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট৷ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয়ী পাকিস্তান৷ লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৭৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকবাহিনী৷ এই টেস্টে সকলের নজর ছিল পাক দলে কামব্যাক করা আমিরের দিকে৷ তবে আমিরের মঞ্চে নিজেকে বাদশা হিসাবে প্রতিষ্ঠিত করলেন ইয়াসির৷ তিনি ম্যাচের সেরাও হন৷ দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান এই রকম, ৬০-১৫-১৪১-১০৷ ইয়াসির ম্যাচের শেষে স্বীকার করে নিলেন, উইকেট থেকে তিনি প্রচুর সাহায্য পেয়েছেন৷ পাক স্পিনার জানাচ্ছেন, এই সাফল্যের পিছনে রয়েছে প্রাক্তন ক্রিকেটার ইন্তিখাব আলম এবং মুস্তাক আমেদের মূল্যবান পরামর্শ৷
পাক অধিনায়ক মিসবা উল হক আবার এই দুরন্ত জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব দিয়েছেন তাঁর সতীর্থদের৷ তাঁর বক্তব্য, “আমরা সবাই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম৷ কারণ, এই পিচে দ্বিতীয় ইনিংসে তিনশোর কাছাকাছি রান করাটা বেশ কঠিন৷ তবে বোলাররা দারুণ পারফরম্যান্স করেছে৷ বিশেষ করে ইয়াসির৷ দুই ইনিংসেই ও অসাধারণ৷ একাই ইংল্যান্ডকে শেষ করে দিল৷ ইংল্যান্ডের মতো দলকে তাদের ঘরের মাঠে হারনোর মজাটাই আলাদা৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.