Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

ঐতিহাসিক অভিষেক যশস্বীর, তবু অধরা দ্বিশতরান

নিশ্চিত দুশো মাঠে ফেলে এলেন যশস্বী।

Yashasvi Jaiswal departs after brilliant knock in a debut test । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 14, 2023 9:02 pm
  • Updated:July 14, 2023 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) অবেশেষে থামলেন ১৭১ রানে। অভিষেক টেস্টে ওপেন করতে নেমে গতকালই সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় দিন তাঁর কাছ থেকে ডাবল সেঞ্চুরি চেয়েছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু যশস্বী থামলেন দুশোর আগে।  নিশ্চিত দুশো মাঠে ফেলে এলেন তিনি। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়লেন যশস্বী। ডাবল করতে না পারলেও ঐতিহাসিক টেস্ট অভিষেক হল যশস্বীর একথা বলাই যায়। 

দ্বিতীয় দিনের শেষে যশস্বীর রান ছিল ১৪৩। তৃতীয় দিন মাত্র সাত রান করতে পারলেই নজির গড়তেন। বিদেশের মাঠে গিয়ে কোনও ভারতীয় ওপেনার দেড়শো রান করতে পারেননি এর আগে। যশস্বীর সামনে সেই মাইলফলক। তিনি অবশ্য হতাশ করেননি তাঁর ভক্তদের। খুব সহজেই সাত রান তুলে যশস্বী দেড়শো রান করে রেকর্ড গড়েন। সেই সঙ্গে ভক্তদের মনে আসাও বাড়িয়ে দেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: বন্যা দুর্গতদের উদ্ধারে ধোনির ‘তুরুপের তাস’, মন জয় সোশ্যাল মিডিয়ায়]

 

শিখর ধাওয়ান অভিষেক টেস্টে ১৮৭ রান করেছিলেন। রোহিত শর্মাও অভিষেক টেস্টে ১৭৭ রান করেন। দুই তারকাই দেশের মাঠে দেড়শোর বেশি রান করেছিলেন। কিন্তু বিদেশের মাটিতে ১৫০-তো করেননি কোনও ওপেনার। যশস্বী এগোচ্ছিলেন সেই গন্তব্যেই। কিন্তু দুশোর ২৯ রান আগে আলজারি জোসেফ ফিরিয়ে দেন যশস্বীকে। তৃতীয় দিনের সকালে প্রথম উইকেটটি নেয় ক্যারিবিয়ানরা। যে যশস্বী এতক্ষণ বিচক্ষণতার সঙ্গে শট খেলছিলেন, সেই তিনিই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ভারতের রান তখন তিন উইকেটে ৩৫০।

ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো যশস্বীকে নিয়ে অনেক আগেই আশার আলো দেখতে শুরু করেছিলেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি। ডমিনিকায় শতরানকারী যশস্বী বুঝিয়ে দেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ওয়েস্ট ইন্ডিজের নির্বিষ বোলিং নিয়ে ছেলেখেলা করে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানের স্বাদ পান ২১ বছরের যশস্বী। ভারতের তৃতীয় ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়েন এই বাঁ-হাতি ব্যাটার। এদিন ডাবলও করতে পারতেন যশস্বী। কিন্তু দুশোর আগেই থামতে হল তাঁকে।

[আরও পড়ুন: ‘তুমি তো খেলতেই জানো না’, শেহওয়াগকে স্লেজিং করেছিলেন প্রাক্তন পাক বোলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement