সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবসময়ই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে তার মধ্যে বেশিরভাগ সময়েই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বিরাট কোহলিদের হারের পর অভিযোগ তুলে বলেছিলেন, টিম ইন্ডিয়ার তারকারা ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত। এবার ফিল্ম সমালোচক কমল আর খানের নিশানায় ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। রবিবার ২৩ জুলাই লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ইচ্ছাকৃতভাবে রান আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক। এমনকী ম্যাচটি গড়াপেটার অভিযোগও তুলেছেন তিনি।
মিতালি রাজের রান আউটের পর নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন কেআরকে। বলেন, ‘যেভাবে মিতালি রাজ আউট হলেন, দেখে মনে হল ম্যাচটি গড়াপেটা হয়েছে। এভাবে কেউ আউট হয়? বিশ্বাস হচ্ছে না।’ তাঁর আউট হওয়ার পরেই টুইটারে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই কমল আর খানের টুইটের পালটা জবাব দেন। এরপরও অবশ্য থামেননি তিনি। আরও একটি টুইট করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশংসা করলেও সেই তালিকা থেকে বাদ দেন মিতালিকে। লেখেন, ‘হার-জিত খেলার একটি অঙ্গ। মিতালি বাদে দলের বাকি সদস্যরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেছ। তোমাদের জন্য সবাই গর্ববোধ করছে। তোমরা দেশের কোটি কোটি মেয়েকে খেলাকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছ।’
The way, Mithali Raj got out, it looks like a fixed match. How can she get out forcefully? Unbelievable! #IndvsEng #ICCWorldCup2017
— KRK (@kamaalrkhan) 23 July 2017
Tatti dimag tatti soch !
— Anurag Jain (@Anuragj612) 23 July 2017
Bhai tu rehne de 🙌 tumse na ho paega 😆
— Pruthvirajsinh Zalaツ (@iBeing_) 23 July 2017
Ab aap panauti lagaaoge toh aisa hi hoga. Match khatam hone se pehele kuch naa hi bolo toh accha rahega.. 🙏😐😒😓
— Deepak Kaushik (@DeepakK1209) 23 July 2017
Tu bhi jbrdusti forcefully iss duniya me bheja gaya he
— manvendrasingh (@manvend10257133) 23 July 2017
Win n defeat is part of game but Girls u did ur best except Mithali n we r proud of u. U have inspired millions of girls to play! #INDvENG!
— KRK (@kamaalrkhan) 23 July 2017
যদিও শুধু কেআরকে নন, অনেকেই মিতালির রান আউট নিয়ে প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। ভারত অধিনায়ক মিতালি রাজও এর পালটা জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার রান আউট নিয়ে অনেক কিছু বলা হয়েছে। আমি সবই দেখেছি। আসলে আমার জুতোর স্পাইক মাটিতে আটকে গিয়েছিল। পুনম রান নেওয়ার জন্য কল করলে, আমিও দৌড় শুরু করি। কিন্তু মাঝপথেই আমার জুতোর স্পাইক আটকে যায়। যদিও টিভি ক্যামেরায় তা ধরা পড়েনি। আর ওই কারণেই আমি ঠিক সময়ে ক্রিজে পৌঁছতে পারিনি। এমনকী ঝাঁপ দিয়ে ক্রিজে পৌঁছানোর চেষ্টাও করতে পারিনি। আমার কিছু করার ছিল না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.