Advertisement
Advertisement

Breaking News

গুরমেহরকে হিটলার-লাদেনের পাশে বসালেন যোগেশ্বর

কীভাবে কটাক্ষ করলেন ভারতীয় কুস্তিগির?

Wrestler Yogeshwar Dutt slams Gurmehar Kaur on twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 10:45 am
  • Updated:September 12, 2023 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পাকিস্তান নয়, বাবাকে শহিদ হতে হয়েছে যুদ্ধের কারণেই৷” প্ল্যাকার্ড হাতে সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও পোস্ট করার পর থেকেই গুরমেহর কৌরকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে৷ দেশবিরোধী মন্তব্য করা হয়েছে অভিযোগে ধর্ষণের হুমকির মুখেও পড়তে হয়েছে কার্গিলে শহিদ জওয়ানের কন্যাকে৷ তাঁকে ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও তুলনা করা হয়৷ শুধু সাধারণ মানুষই নয়, বীরেন্দ্র শেহবাগ থেকে রণদীপ হুডার মতো সেলিব্রিটিদেরও কটাক্ষের শিকার হয়েছেন গুরমেহর৷ এবার টুইটারে গুরমেহরের সমালোচনায় সরব হলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত৷

(আধাসেনার পোশাকে মালদায় মাঝরাতে আতঙ্ক ছড়াল ১১ জনের দল)

দিল্লির রামজস কলেজে এবিভিপি-র কাজকর্মের প্রতিবাদ করেছিলেন গুরমেহর৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে প্ল্যাকার্ড হাতে তাঁর প্রতিবাদের ভিডিওটি৷ আর তারপর থেকে তাঁর বিরুদ্ধে ওঠে দেশদ্রোহিতার অভিযোগ৷ প্রশ্ন উঠেছে, কেন তিনি পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন৷ অনেকটা গুরমেহরের ভাষা ব্যবহার করেই তাঁকে কটাক্ষ করলেন লন্ডন অলিম্পিকে পদকজয়ী যোগেশ্বর দত্ত৷ টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ যেখানে হিটলার, ওসামা বিন লাদেন এবং কৃষ্ণসার হরিণ শিকার কাণ্ডে সলমন খানের সঙ্গে তুলনা করা হয়েছে গুরমেহরকে৷ ছবিতে হিটলার এবং লাদেনের দাবি, তারা কারও প্রাণ নেয়নি৷ বিস্ফোরণ নিয়েছিল৷ আবার কৃষ্ণসার হরিণটি জানাচ্ছে, সলমন খান নন, বুলেটের ঘায়েই মৃত্যু হয়েছে তার৷

(আর কোনও আন্দোলনে নেই, জানিয়ে দিলেন গুরমেহর)

এর আগে শহিদ কন্যাকে কটাক্ষ করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শেহবাগ জানান, তিনি পাকিস্তানের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেননি, করেছে তাঁর ব্যাট৷ বলিউড অভিনেতা রণদীপ হুডা আবার শেহবাগের এই পোস্টকে সমর্থন জানিয়ে বলেন, বীরুর কথায় ভীষণ হাসি পেয়েছে তাঁর৷ হাসার জন্য যেন তাঁকে ফাঁসিতে না ঝোলানো হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement