Advertisement
Advertisement
Babar Azam World Cup 2023

World Cup 2023: ‘ভারতের যে কোনও জায়গায় খেলতে তৈরি’, পিসিবি-র উলটো সুর বাবরের গলায়

কেবল ভারতকে নিয়ে ভাবছেন না বাবর।

World Cup 2023: Pakistan Captain Babar Azam says his team is ready to play anyone, anywhere in India । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 7, 2023 2:20 pm
  • Updated:July 7, 2023 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটের (World Cup 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) কেবলমাত্র রোহিত শর্মাদের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভাবছেন না। বরং তিনি জানিয়ে দিয়েছেন দেশের যে কোনও প্রান্তে যে কোনও দলের বিরুদ্ধে খেলতে প্রস্তুত তাঁর দল।

বিশ্বকাপের আগে পাক প্রতিনিধি দল আসবে ভারতে। সবক’টি ভেন্যু খতিয়ে দেখবে। তার পরে সেই প্রতিনিধিদল রিপোর্ট পেশ করবে।

Advertisement

[আরও পড়ুন: ‘আর পাঁচজনের মতোই ওর দুটো পা, দুটো চোখ’, মেসিকে গুরুত্ব দিতে নারাজ বিপক্ষ]

 

এদিকে বিশ্বকাপে ১৫ অক্টোবরের ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ নিয়ে আগ্রহ বাড়ছে। কথার লড়াই শুরু হয়ে গিয়েছে দুই প্রতিবেশী দেশের প্রাক্তন তারকাদের মধ্যে। এই আবহেই পাক অধিনায়ক বাবর আজম বলছেন, ”আমরা কেবল মাত্র ভারতের সঙ্গে বিশ্বকাপে খেলব তা নয়। বিশ্বকাপে সবক’টি দলকে নিয়েই ভাবনাচিন্তা করতে হবে। শুধুমাত্র একটা দলকে ফোকাস করলে চলবে না। আরও ন’টি দল রয়েছে। সব দলগুলোকে হারাতে পারলে তবেই ফাইনালে যাওয়া সম্ভব।”

বিশ্বকাপের সূচি ঘোষিত হওয়ার আগে থেকেই পাকিস্তান ভেন্যু নির্বাচন নিয়ে আইসিসি-র কাছে আবেদন করেছিল। নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে নির্দিষ্ট কিছু দলের বিরুদ্ধে খেলতে আপত্তি জানিয়েছিল পাক বোর্ড। আজম কিন্তু বোর্ডের অন্য সুরে বলছেন, ”পেশাদার হিসেবে আমরা সব ভেন্যুতে খেলতেই পছন্দ করি। যেখানে ক্রিকেট, যেখানে ম্যাচ ফেলা হবে, আমরা সেখানে গিয়েই খেলব। যে কোনও দেশেই পারফর্ম করতে তৈরি আমরা।”

আহমেদাবাদ ছাড়া হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় ম্যাচ ফেলা হয়েছে পাকিস্তানের। আজম বলছেন, ”বিরতির পর নতুন করে শুরু করতে আমরা মুখিয়ে রয়েছি।” 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই ইডেনের দর্শকাসন হবে এক লক্ষ, জানালেন সৌরভ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement