Advertisement
Advertisement

Breaking News

Virender Sehwag Virat Kohli

World Cup 2023: ‘কোহলির জন্য বিশ্বকাপ জিততে হবে’, রোহিতদের বার্তা শেহওয়াগের

শচীনের জন্যই ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন বীরুরা।

World Cup 2023: India will look to win World Cup for Virat Kohli, says Virender Sehwag । Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 28, 2023 3:54 pm
  • Updated:June 28, 2023 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) জন্য বিশ্বকাপ জিততে এসেছি। কাতার বিশ্বকাপের আগে এমন কথাই বলেছিলেন নীল-সাদা জার্সিধারী ফুটবলাররা।

আরও পিছিয়ে যান। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির হাতে ওঠে ক্রিকেট বিশ্বকাপ। গোটা দল শচীন তেণ্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল। এবং সেটাই হয়েছিল।

Advertisement

এগিয়ে আসছে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) সেই একই সুরে বলছেন, বিরাট কোহলির জন্য বিশ্বকাপ জেতো।

[আরও পড়ুন:ICC World Cup 2023: বিশ্বকাপে খেলা নিয়ে টালবাহানা, পাকিস্তানকে কড়া সতর্কবার্তা আইসিসির]

 

২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মার দলের ভরসা কিং কোহলি। নজফদড়ের নবাব বলছেন, ”আমরা ২০১১ সালের বিশ্বকাপ খেলেছিলাম তেণ্ডুলকরের জন্য। আমরা বিশ্বকাপ জিতলে শচীন পাজির শেষটাও দারুণ হবে এটাই আমরা মাথায় রেখে খেলতে নেমেছিলাম। শচীন সবসময়ে একশো শতাংশের বেশিই দিত। আমার মনে হয় বিরাট কোহলিও এবারের বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে নামবে। প্রায় এক লক্ষ লোক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা দেখবেন। বিরাট নিজে জানে পিচ কীরকম আচরণ করবে। আমি আশাবাদী বিরাট এবার অনেক রান করবে এবং বিশ্বকাপ জেতার জন্য নিজের সেরাটা দেবে।”

৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারতের সামনে পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ প্রসঙ্গে বীরু বলছেন, ”আমার মনে হয় ভারত চাপ সামলাতে পারবে ভালই। সেই কারণে ম্যাচটাও জিতবে ভারতই।”

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের পরই আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়া, কবে ম্যাচ? কে অধিনায়ক?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement