সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিকল্পনা ছিল বিশ্বকাপটাকে একটু অন্যভাবে উপভোগ করার৷ সেই মতো আগে থেকেই সব বন্দোবস্ত করেছিলেন৷ আর টুর্নামেন্ট শুধু হতেই সেই পরিকল্পনা সুপারহিট৷ এক্কেবারে খবরের শিরোনামে এই ভদ্রলোক৷
ভদ্রলোকের নাম গাস হালি৷ বাড়ি ব্রিটেনের চেল্টেনহ্যাম টাউনে৷ বিশ্বকাপের সূচনা লগ্ন থেকেই যাঁর কীর্তি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন তিনি৷ সেখানেই ধরা পড়েছে তাঁর কীর্তি৷ দেখা যাচ্ছে, ৩২টি আলাদা বিয়ারের বোতল সাজিয়ে বসেছেন৷ ব্যাপারটা কী? এক রাতেই সব সাবার করার মতলব নাকি? না, আসলে রাশিয়া বিশ্বকাপে যে সমস্ত দেশ অংশ নিয়েছে, সেই প্রত্যেকটি দেশের জন্য বরাদ্দ একটি করে বিয়ার৷ বিশ্বকাপ থেকে যখন যে দল ছিটকে যাচ্ছে, তখন সেই দেশের বিয়ারের ছিপি খুলছেন তিনি৷ তবে বিয়ারগুলি যে সে বিয়ার নয়৷ অংশগ্রহণকারী ৩২ টি দেশ থেকে আনা সেখানকার জনপ্রিয় বিয়ারটি৷ স্পেন, জার্মানি, ফ্রান্সের নামজাদা বিয়ার পাওয়া খুব একটা কঠিন কাজ নয়৷ তবে ইরান বা সৌদি আরবের মতো অ্যালকোহল মুক্ত দেশ থেকেও বিয়ার সংগ্রহ করেছেন তিনি৷ নিঃসন্দেহে নিজের ফুটবলের রাতগুলিকে রঙিন করে তুলতে, রীতিমতো পড়াশোনা করেছেন হালি৷
A football fan, Gus Hully has done one of the most creative thing in preparation for the World Cup. He made a collection of beer from each country (32 Countries) participating at the Russia 2018 World Cup…
Can you spot Nigeria’s beer? pic.twitter.com/rS2SlR1MJG— Umelo Chijioke (@umelocj) June 15, 2018
বিশ্বকাপ এগোনোর সঙ্গে সঙ্গে খালি হচ্ছে একটি করে বিয়ারের বোতলও৷ তবে হালির ছবি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে৷ এমন পোস্টে ক্ষুব্ধ সৌদি সমর্থকরা৷ তাঁদের দাবি, সৌদি মদমুক্ত দেশ৷ তাই তাঁদের ছিটকে যাওয়াকে এভাবে সেলিব্রেট করা ঠিক নয়৷ তবে বাকি বিয়ারগুলি বেশ আয়েস করে পান করলেও ইংল্যান্ড ছিটকে যাওয়াও কি একইভাবে সেলিব্রেট করবেন তিনি? সে উত্তরের জন্য আরও একটু অপেক্ষা করতেই হবে৷ আরও একটি বিষয় জানতে উৎসুক ফুটবলপ্রেমীরা৷ ১৫ জুলাই তাঁর সংগ্রহের কোন বোতলটি শেষমেশ বেঁচে যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.