সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেক্সিকান ফুটবলে যৌন কেলেঙ্কারির ছায়া। ৩০ জন যৌনকর্মীর সঙ্গে পার্টি উপভোগ করা এবং রাত কাটানোর অভিযোগ উঠল মেক্সিকোর ফুটবলারদের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে সেই ছবি প্রকাশিত হওয়ার পরই সৃষ্টি হয়েছে বিতর্ক।
মঙ্গলবার বিশ্বকাপ খেলার জন্য ইউরোপ রওনা দিয়েছে মেক্সিকো দল। কিন্তু স্থানীয় ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী ইউরোপে উড়ে যাওয়ার আগেই হোটেলে ৩০ জন যৌনকর্মীকে ভাড়া করে ‘ফূর্তি’ করেছেন ফুটবলাররা। মেক্সিকো সিটির একটি বেসরকারি হোটেলে পুরো কাণ্ডকারখানাটি ঘটে। ওই হোটেলে যৌনকর্মীদের সঙ্গে ফুটবলারদের ঢোকার ছবিও প্রকাশ করে ওই ম্যাগাজিনটি। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জয়ের সেলিব্রেশন হিসেবে উত্তাল যৌনতায় মত্ত হয় ফুটবলাররা। মেক্সিকোর ফুটবল সংস্থা অবশ্য এই ঘটনায় অস্বাভাবিক কিছু দেখছে না। যেহেতু ফুটবলাররা ম্যাচ খেলার পর ওই কাণ্ডটি ঘটিয়েছেন তাই তাদের কোনও শাস্তির মুখে পড়তে হবে না। ফুটবল দলের সচিব গুলিয়ার্মো কান্টু জানিয়েছেন, ছুটির সময় ফুটবলাররা কী করছেন তা বোর্ডের নিয়ন্ত্রণে নেই। তাছাড়া ওই কাণ্ড ঘটনার পরদিন সময়মতো অনুশীলনেও হাজির ছিলেন ফুটবলাররা। তাই তাদের শাস্তি দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আপাতত ফুটবলাররা বিতর্ক এড়িয়ে বিশ্বকাপের দিকে ফোকাস করুক সেটাই চাইছে মেক্সিকান ফেডারেশন। আপাতত গোটা দল রয়েছে কোপেনহেগেনে। ডেনমার্কের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর রাশিয়ার উদ্দেশ্য উড়ে যাবেন তারা।
মেক্সিকান ফুটবলে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। ২০১০-এ একটি প্রস্তুতি ম্যাচের আগেও একই ঘটনা ঘটিয়েছিলেন ফুটবলাররা। তখন প্রত্যেক অভিযুক্তের জরিমানা করা হয়েছিল। ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল দুই ফুটবলারকে। তাদের মধ্যে একজন ছিলেন দলের সেরা স্ট্রাইকার কার্লোস ভেলাও। ২০১১ সালে কোপা আমেরিকা খেলতে যাওয়ার আগেও একই ঘটনা ঘটান কয়েকজন মেক্সিকান ফুটবলার। তাদের প্রত্যেককে জরিমানা করে দল থেকে সাসপেন্ড করা হয়। এত শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও ফুটবলারদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ সেদেশের ক্রীড়ামহলের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.