সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সাক্ষাৎ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)।
সোমবার ভোরে ঢাকায় পৌঁছন মেসির দলের চ্যাম্পিয়ন গোলকিপার। দুপুরে গণভবনে ‘দিবু’ মার্টিনেজ সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে সই সম্বলিত আর্জেন্টিনার জার্সি তুলে দেন আর্জেন্টাইন গোলকিপার।
ঢাকায় এগারো ঘণ্টার সফরে মার্টিনেজের সঙ্গে একটি অনুষ্ঠানে খুব অল্প সময়ের জন্য সাক্ষাৎ হয় বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার সঙ্গে। মোর্তাজা ফেসবুকে লেখেন, ”আজকে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে মার্টিনেজ দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।”
এমি মার্টিনেজের সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য দেখা হলেও আপ্লুত মাশরাফি। তাঁর সন্তানদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ। দেন অটোগ্রাফও। ঢাকা সফর শেষে আজই মার্টিনেজ এসে পড়বেন কলকাতায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.