Advertisement
Advertisement

ধোনি বা সৌরভ নন, বীরুর চোখে ভারতের সেরা ক্যাপ্টেন অন্য কেউ!

এমনকী তিনি এও বলেন, কুম্বলের জন্যই টেস্টে ত্রিশতরান রানের মাইলস্টোন ছুঁতে পেরেছিলেন তিনি৷

wishes on twitter for Virendra Sehwag on his Birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 5:44 pm
  • Updated:May 15, 2021 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকর, বিগ বি-র মতো কিংবদন্তি তারকাদের জন্মদিনে তাঁদের টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়৷ তা সত্ত্বেও সারা দেশ একজনের শুভেচ্ছা বার্তা পড়ার অপেক্ষায় বসে থাকেন৷ তিনি হলেন বীরেন্দ্র শেহবাগ৷ কারণ তাঁর শুভেচ্ছা জানানোর ধরন এক্বেবারে হটকে৷ বীরু পাজির মতো রসাল টুইট তো আর সবাই করতে পারেন না৷ তাই বাইশ গজের মতো মাইক্রো ব্লগিং সাইটেও দারুণ জনপ্রিয় প্রাক্তন ভারতীয় ওপেনার৷ বৃহস্পতিবারটা ছিল শেহবাগকে শুভেচ্ছা জানানোর দিন৷ কারণ এদিন ৩৯ বছরে পা দিলেন তিনি৷ আর তারই মধ্যে উঠে এল এক নয়া তথ্য৷

কী সেই তথ্য? সৌরভ গঙ্গোপাধ্যায় বা মহেন্দ্র সিং ধোনি নন৷ বীরুর চোখে টিম ইন্ডিয়ার সেরা অধিনায়ক অনিল কুম্বলে৷ বর্তমান ভারতীয় কোচের শুভেচ্ছার উত্তরে এ কথাই জানালেন শেহবাগ৷ এমনকী তিনি এও বলেন, কুম্বলের জন্যই টেস্টে ত্রিশতরান রানের মাইলস্টোন ছুঁতে পেরেছিলেন তিনি৷ শেহবাগের আশা, কুম্বলেই দলের সেরা কোচ হবেন৷

Advertisement

এদিন টুইটারে #AskSehwag হ্যাশট্যাগে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন বীরু৷ তিনি মনে করেন, তাঁর ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি অথবা রোহিত শর্মা৷ নিজের উত্তরের মধ্যে দিয়ে পাকিস্তানকেও হেয় করতে ছাড়লেন না প্রাক্তন ক্রিকেটার৷ এক ভক্ত জানতে চেয়েছিলেন, কোন বোলারকে খেলতে তিনি সবচেয়ে বেশি মজা পেতেন৷ বীরুর দ্রুত জবাব, “যে কোনও পাক বোলারকে৷” জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শেহবাগ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement