Advertisement
Advertisement

২২ তম গ্র্যান্ড স্লাম জিতে স্টেফির ‘গ্রাফ’ ছুঁলেন সেরেনা

শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে বিপক্ষকে জায়গাই দিলেন না বিশ্বের এক নম্বর সেরেনা৷ সেন্টার কোর্টে ৮১ মিনিটের লড়াইয়ের পর চতু্র্থ বাছাই জার্মান তারকাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ট্রফি ঝুলিতে ভরে ফেললেন তিনি৷

Wimbledon 2016 final: Serena Williams equals Graf's record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 10:06 pm
  • Updated:July 9, 2016 10:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান৷ কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডের ‘গ্রাফ’ ছুঁয়ে ফেললেন সেরেনা উইলিয়ামস৷ অ্যাঞ্জেলিক কারবারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কিন টেনিসতারকা৷ সেই সঙ্গে স্টেফিগ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের মাইলস্টোনও ছুঁলেন তিনি৷

শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে বিপক্ষকে জায়গাই দিলেন না বিশ্বের এক নম্বর সেরেনা৷ সেন্টার কোর্টে ৮১ মিনিটের লড়াইয়ের পর চতু্র্থ বাছাই জার্মান তারকাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ট্রফি ঝুলিতে ভরে ফেললেন তিনি৷ ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের পর আটকে গিয়েছিলেন সেরেনা৷ গত বছর উইম্বলডনের পর থেকেই ২২তম ট্রফিটা অধরা থেকে গিয়েছিল৷ অবশেষে হতাশা মিটল তাঁর৷ জয়ের পর সেরেনা বলেন, ‘এই জায়গায় পৌঁছতে পেরে দারুণ লাগছে৷ সেন্টার কোর্টে ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের মজাটাই আলাদা৷’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement