Advertisement
Advertisement

কোন দেশের নাগরিক হবে সানিয়া-শোয়েবের সন্তান?

 এই দুই ভারতীয়-পাকিস্তানির প্রেমের মাঝে তো আরও একজন আসবে, তবে তার কি হবে?  

Will Sania Mirza's future child play for India or Pakistan? Here's what she said...
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 2:59 pm
  • Updated:July 13, 2018 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কতিনি ভারতীয়৷ তাও আবার যে সে ভারতীয় নন৷ দেশের হয়ে কোর্টে খেলতে নামেন বলে কথা৷ কিন্তু বিয়ে করলেন কি না একজন পাকিস্তানিকে! তাও যদি বা হল, কিন্তু মুশকিল হল গিয়ে, সে বান্দাও তো তাঁর দেশের জার্সি গায়ে মাঠে নামেন৷ বলতে গেলে দুজনেই যখন নিজের নিজের দেশের হয়ে খেলতে নামেন তখন গ্যালারিতে উত্তেজনার বাঁধ ভেঙে পড়ে৷ নিজের দেশকে জেতাতেই হবে৷ দেশবাসীর প্রত্যাশার চাপ, ভালবাসা বুকে নিয়ে খেলতে নামা৷ এমন দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই অধিবাসীর বিয়ে হল৷ খানিকটা যেন রূপকথার গল্প৷ ধূমধামও কিছু কম হল না৷ কি আর করা যাবে, একেই যে বলে ভালবাসা৷ তবে খেলার মাঠে যাই থাক, এই দুই লায়লা-মজনুর নাগরিকত্ব যাই হোক না কেন, দুজনের প্রেম কিন্তু বিন্দুমাত্র কমেনি৷ আসলে হায়দরবাদী সুন্দরী সানিয়া মির্জা ও পাকিস্তানের শোয়েব মালিকের কথা বলছিলাম৷ এদেশের মেয়ে দেখতে দেখতে পাকিস্তানে গিয়ে ৭ বছর সংসারও করে ফেলল৷

কিন্তু প্রশ্নটা সেখানে নয়৷ ভারতীয় এক টিভি চ্যানেলের এক টক শোয়ে স্বনামধন্য পরিচালক সাজিদ খানের প্রশ্নটা ছিল, এই দুই ভারতীয়-পাকিস্তানির প্রেমের মাঝে তো আরও একজন আসবে৷ তবে তার কি হবে?  মানে, পরিচালক সাজিদ খান সানিয়াকে প্রশ্ন করেছিলেন তাঁর সন্তান হলে, সেও যদি ক্রীড়াজগতেই আসে তবে তিনি কোন দেশের হয়ে খেলতে নামবেন? সত্যিই তো তাই৷

Advertisement

কিন্তু সানিয়া কি উত্তর দিলেন জানেন? তিনি নাকি বিষয়টি নিয়েই এখনও ভেবে ওঠেননি৷ সানিয়া মির্জার কথায় তাঁর সন্তান খেলোয়াড় না হয়ে চিকিৎসক, আইনজীবী, শিক্ষক অথবা শিক্ষিকাও তো হতে পারে৷ তাই এ বিষয়ে শোয়েব মালিকের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেই হাসতে হাসতে জবাব দেন সানিয়া৷ তবে তিনি একজন ভারতীয় হিসাবে যেমন গর্বিত, শোয়েবও তাঁর পাকিস্তানি হওয়ার জন্য গর্বিত৷ তবে তাঁদের স্বামী-স্ত্রী সম্পর্কে নাগরিকত্ব বাধা হয়ে দাঁড়ায় না বলে সাফ জানান হায়দরবাদি সুন্দরী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement