সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মর্গ্যানবাহিনীর বিরুদ্ধে ক্রিকেট কেরিয়ারের নয়া অধ্যায় শুরু করতে চলেছেন বিরাট কোহলি৷ মাঠে থাকবেন মহেন্দ্র সিং ধোনি৷ আর তাঁর সামনেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন তিনি৷ কোহলিও মানছেন কাজটা একেবারেই সহজ হবে না৷ সঙ্গে এও জানিয়ে দিলেন, সব সিদ্ধান্ত তিনি নিজে নেবেন না৷ কিছু ক্ষেত্রে ক্যাপ্টেন কুলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কোহলির মুখে ফের মাহির প্রশংসা শোনা গেল৷ তিনি জানান, ধোনি দলের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার৷ সে বিষয়ে কোনও দ্বিমত নেই৷ ডিসিশন রিভিউর ক্ষেত্রে এখন পর্যন্ত ৯৫ শতাংশ সময়ই সঠিক হয়েছেন তিনি৷ তাই ডিআরএস-এর মতো কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে ধোনি যা বলবেন, সেটাই হবে৷
.@msdhoni has always been smart with decision-making. He is the most intelligent cricketer around: @imVkohli #TeamIndia #INDvENG pic.twitter.com/qUjJJUn76D
— BCCI (@BCCI) January 14, 2017
এদিকে দল সাজানোর ক্ষেত্রে অনিল কুম্বলে বরাবর এমন প্রতিযোগিতা পছন্দ করেন৷ দলে একের পর এক ব্যাটসম্যান থাকবেন৷ তাঁরা নিজেদের পজিশন নিয়ে পরস্পরের সঙ্গে লড়াই করবেন৷ এমনটা হলে সত্যিই যে কোনও কোচের মাথা থেকে চিন্তা উবে যায়৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে মূলত তিনজনের মধ্যে লড়াই৷ তবে কোচ জানিয়েই দিয়েছেন, রাহানের পজিশন প্রায় পাকা৷ তবে লড়াই চলছে শিখর ধাওয়ান ও কেএল রাহুলের মধ্যে৷ কোচ বলছিলেন, “হাতে এত বিকল্প থাকলে স্ট্র্যাটেজি সাজাতে সুবিধা হয়৷ এটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভাল৷” পুণেতে মূলত দু’জনকে নিয়ে পারদ চড়ছে৷ ধোনি এবং যুবরাজ সিং৷ নেতা ধোনিকে নয়, এবার ক্যাপ্টেন ধোনিকে দেখতে মুখিয়ে ভক্তরা৷ যুবিকে নিয়ে অবশ্য টানাপোড়েন চলছিল৷ প্রশ্ন ছিল, তিনি প্রথম ম্যাচে সুযোগ পাবেন কি না৷ কোচের যা ইঙ্গিত, যুবরাজকে তিনি অলরাউন্ডার হিসাবেই ভাবছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.