ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে শুধু ৪১ ঘণ্টার ব্যবধান। নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। যে পদ্মশ্রী (Padma Shri Award) তিনি রাস্তায় ফিরে এসেছিলেন। সেই পদ্ম পুরস্কার এবার ফেরত চাইছেন ভারতের (India) তারকা কুস্তিগির। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগিরের দাবি, জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সদ্য নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক (Sports Ministry)। তাই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার পদ্মশ্রী ফিরে পেতে চাইছেন বজরং।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জাতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করার পর একটি সাংবাদিক বৈঠক করেন বজরং। সেখানে তিনি বলেন, “ক্রীড়া মন্ত্রক একেবারে ঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমরা অভিযোগ করেছিলাম যে নতুন কমিটির উপর রাজনৈতিক প্রভাব রয়েছে। ওরা বলে আমরা হরিয়ানা বনাম উত্তরপ্রদেশের বিভাজন করছি। সেটা সত্যি কথা নয়। আমরা দেশের হয়ে পদক জিতেছি। আমরা কমিটিতে রাজনীতি চাই না।” একইসঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে মুখ খুলে বজরং ফের যোগ করেন, “ব্রিজভূষণ কি সরকারের থেকেও বড়? ও এত বড় বড় কথা বলছে কীভাবে? এই লোকটা দেশের কুস্তির ক্ষতি করছে।”
এর পর তাঁকে প্রশ্ন করা হয়, জাতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করার পর কী তিনি পদ্মশ্রী ফিরিয়ে নেবেন? বজরংয়ের জবাব ছিল, “হতাশা ও রাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা কিছু করেছি বলেই সরকার আমাদের পুরস্কার দিয়েছে। আমরা দেশদ্রোহী নই। অবশ্যই পদক ফিরিয়ে নেব। দেশের জন্য নিজেদের ঘাম, রক্ত দিয়েছি। এই দেশের সম্মান আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।”
এর আগে গত শুক্রবার বজরং নিজের X হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আমি আমার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিচ্ছি। আপনি নিশ্চয়ই বিভিন্ন কাজে ব্যস্ত, তবুও আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। কারণ দেশের কুস্তিগিরদের সঙ্গে এমন অনেক কিছু ঘটছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা জরুরি।’
রবিবার, ২৪ ডিসেম্বর সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিং-সহ গোটা কমিটিকে সাসপেন্ড করে দেয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রকের দাবি, কুস্তি ফেডারেশন সংবিধান না মেনে কাজ করছে। সেকারণেই সাসপেন্ড করা হল। তবে, পুরোপুরি কমিটি ভেঙে দেওয়া হয়নি। নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না।
বৃহস্পতিবার কুস্তি ফেডারেশনের নির্বাচনে জয়ী হয়েছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। ফেডারেশন ব্রিজভূষণকে নির্বাসিত করায় তিনি দাঁড় করান নিজের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে। ফলপ্রকাশের পর দেখা গেল মোট ৪৭টি ভোটের ৪০টিই পড়ে তাঁর পক্ষে। প্রতিবাদী কুস্তিগিরদের সমর্থিত অনিতা শেওরান সেভাবেই লড়াই-ই দিতে পারেননি ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয়কে। ঘনিষ্ঠ অনুচর ফেডারশনে নির্বাচিত হওয়ায় কোনও পদে না থাকলেও বকলমে কুস্তি ফেডারেশনের সব ক্ষমতা চলে যায় ব্রিজভূষণের হাতেই। আর এর পরেই ফের প্রতিবাদে সরব হন দেশের একাধিক কুস্তিগির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.