সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে নারীশক্তির জয় হল৷ যেখানে আমেরিকার পদক সংখ্যা শতাধিক, সেখানে ভারতের মান রক্ষা করেছেন দুই তরুণী৷ দেশকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন পি ভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকাররা৷ এরপরও কি দেশের নারীদের নিয়ে পুরুষতান্ত্রিক সমাজের সেই তথাকথিত চিন্তাভাবনার পরিবর্তন ঘটল৷ মনে হয় না৷ মনে না হওয়ার কারণগুলি বেশ স্পষ্ট৷
রিওর কোর্টে যখন দেশকে সোনা এনে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছেন সিদ্ধু, তখন গুগল সার্চে অনেক ভারতীয় খুঁজছেন তারকা শাটলারের বর্ণ কি! তিনি হারবেন না জিতবেন, তার থেকে মানুষের অনেক বেশি আগ্রহ ছিল তিনি ব্রাহ্মণ না বৈশ্য, সেটা জানার৷ মানুষ যে বিষয়গুলি বেশি খোঁজে, সেই হিসেবেই গুগল তার সার্চের তালিকা তৈরি করে৷ আর সেখানেই দেখা গিয়েছে, ‘পি ভি সিন্ধু কাস্ট’ সার্চটি উঠে আসছে সার্চের চার নম্বরে৷ এমনকী প্রতিযোগিতা যত এগিয়েছে, তত সার্চের সংখ্যাও বেড়েছে৷ তবে কি বর্ণবিচার করে তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নিচ্ছিলেন কিছু সংকীর্ণ মানসিকতার মানুষ? হয়তো তাই৷
এখানেই শেষ নয়৷ ফেসবুক, টুইটারে অগণিত ক্রীড়াপ্রেমীরা সিন্ধুকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন৷ কিন্তু উল্টো দিকে শুভেচ্ছা তো দূর, মহিলা হিসেবে রিওতে অংশ নেওয়ার জন্য হায়দরাবাদি শাটলারের সমালোচনা করতেও ছাড়েননি অনেকে৷ প্রশ্ন উঠেছে দীপা, সিন্ধুদের বেশ-ভুষা নিয়েও৷
ভাবতেও অবাক লাগে৷ একবিংশ শতাব্দীতে এসেও এমন চিন্তাধারা থেকে বেড়িয়ে আসতে পারেননি সমাজের নানা প্রান্তের মানুষ৷ প্রদীপের নিচে অন্ধকার রয়েই গিয়েছে৷ আর ঠিক সেই কারণেই হয়তো আজও হরিয়ানা, রাজস্থান গ্রামের মায়েরা কন্যা সন্তান জন্ম দিয়ে আজও কাঁদেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.