সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমএস ধোনি। নামটাই যথেষ্ট। গোটা দুনিয়া তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ নামেই চেনে। বাস্তবক্ষেত্রেও তিনি তাই-ই। কিন্তু তা বলে দলের প্রয়োজনে কোনও কাজে কুণ্ঠাবোধ করেননি কোনওদিনই। এমনকী দলের স্বার্থে টিম বাসও নাকি চালিয়েছিলেন মাহি। নিজের আত্মজীবনীতে এমনটাই লিখছেন টিম ইন্ডিয়ার ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ ব্যাটসম্যান লক্ষ্মণ । সদ্য প্রকাশিত হয়েছে লক্ষ্মণের আত্মজীবনী ‘281 and Beyond’। সেখানে নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে লক্ষ্মণ বলেন, ধোনির মতো প্রাণবন্ত ক্রিকেটার তিনি আর দ্বিতীয় দেখেননি তিনি।
লক্ষ্মণ লিখছেন, ঘটনাটা ২০০৮ সালের। তখন সদ্য কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ধোনি সবে কুম্বলের হাত থেকে টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছেন। এই ম্যাচেই আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর ঘোষণা করেছেন কুম্বলে। সুতরাং, প্রথমবারের জন্য তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন ধোনি। অথচ সেই মাহি-ই সবাইকে অবাক করে দিয়ে ম্যাচ শেষে নিজেই বাস চালিয়ে মাঠ থেকে গোটা দলকে হোটেলে ফিরিয়ে নিয়ে এলেন। লক্ষ্মণের ভাষায়, “আমার একটা ঘটনা খুব মনে পড়ে, নাগপুরে আমার কেরিয়ারের ১০০তম টেস্টে গোটা দলকে নিয়ে টিম বাস চালিয়ে হোটেলে ফিরেছিলেন ধোনি। সেসময় তিনি তিন ফরম্যাটেরই অধিনায়ক ছিলেন, কিন্তু তাতে কী? গোটা দুনিয়াকে কেয়ার করতেন না মাহি। ধোনি এমনই, সবকিছুই তিনি করতেন খেলার ছলে, আনন্দের সঙ্গে, ধোনির মতো অন্য কাউকে আমি দেখিনি।”
ভারতীয় দল থেকে লক্ষ্মণের বাদ পড়ার পিছনে অনেকে ধোনিকেই দায়ী করেন। যদিও, লক্ষ্মণ নিজে সেইসব গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন। তিনি বলেন, “ধোনি আর আমার মধ্যে কোনও মতানৈক্য ছিল না। অবসরের আগে আমি গোটা দলকেই জানিয়েছিলাম, কিন্তু তাতেও বিতর্ক সৃষ্টি হয়। অবসরের ম্যাচ শেষের পর যখন আমি ধোনির মুখোমুখি হলাম, তখন ও আমাকে বলেছিল, লক্ষ্মণভাই আপনি এসব বিতর্কে খুব একটা অভ্যস্ত নন, কিন্তু আমাকে এসব সামলাতে হয়। কখনও কখনও আমরা না চাইতেও বিতর্কে জড়িয়ে পড়ি। এরপরই হেসে ফেলে ধোনি। আমি আবারও অবাক হই ওর দূরদৃষ্টি আর পরিণত মানসিকতা দেখে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.