Advertisement
Advertisement

OMG! ক্রিকেটে LBW কী জিনিস জানেনই না আফ্রিদি!

হিট উইকেট বলে আরও বিতর্কে।

What is LBW? Shahid Afridi does not know !
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2017 1:45 pm
  • Updated:June 14, 2017 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দুনিয়ার অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান হিসাবে পরিচিত। বোলিংটাও মন্দ করেন না। প্রায় কুড়ি বছরের কেরিয়ারে সব ধরনের ক্রিকেট খেলে ৫৪০টি উইকেট। যার মধ্যে ৯৭টি আবার LBW। তাঁর লেগ স্পিনে বহু তারকা ব্যাটসম্যানই উইকেটের সামনে ধরা পড়েছেন। কেরিয়ারে শাহিদ আফ্রিদি বহু ব্যাটসম্যানকে LBW আউট করলেও, একটি টিভি শোতে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেলেন। LBW পুরো কথা কী, বলতেই পারলেন না। এমনকী এমন কোনও আউট আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। টিভি শোতে গিয়ে প্রাক্তন পাক অধিনায়কের খোরাক হওয়ার ছবি এখন ভাইরাল।

[ভারতের জাতীয় পতাকার অবমাননা, বিতর্কে বাংলাদেশি ফ্যানের ক্রিকেটভক্তি]

প্রায় ২ দশক দাপিয়ে ক্রিকেটের পর বছর দুয়েক হল খেলা ছেড়েছেন। পাকিস্তানে শাহিদ আফ্রিদিকে নিয়ে আগ্রহ এখনও একইরকম। বিভিন্ন চ্যানেলে বিশেষজ্ঞ হিসাবে মতামত দেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরফরাজদের কী করতে হবে তা নিয়ে নানা পরামর্শ দিয়ে চলেছেন পাকিস্তানের অন্যতম সফল এই ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেলে জনপ্রিয় শোতে গিয়েছিলেন শাহিদ আফ্রিদি। নেহাতই মজার অনুষ্ঠান। যেখানে নিয়ম, সঞ্চালকরা একটি বিষয় আকার-ইঙ্গিতে বোঝাবেন। যা বুঝে টপিকটি কী তা জানাতে হবে। অনুষ্ঠানে দেখা যায় আফ্রিদিকে সঞ্চালকরা LBW নিয়ে বলতে চাইছেন। উইকেটের সামনে পা বাড়িয়ে কীভাবে ব্যাটসম্যানরা আউট হন সেটাও বোঝানোর চেষ্টা করেন। এত কাণ্ডের পরও হেডফোনে থাকা প্রাক্তন পাক অলরাউন্ডার কিছুই ধরতে পারেননি। LBW হয়েছে, এটা যে কেউ বলে দিতে পারলেও, অজ্ঞাত কারণে আফ্রিদির কিছুতেই বোধগম্য হচ্ছিল না।

Advertisement

[বিরাট কোহলি! কে আসল, কেই বা নকল!]

এখানেই শেষ নয়। আফ্রিদির অজ্ঞতা এরপর আরও স্পষ্ট হয়। কেরিয়ারে ৯৭ বার বিপক্ষ ব্যাটসম্যানদের LBW আউট করলেও, একবারের জন্য তা বলতে পারেননি। আফ্রিদি ধরতে পারছেন না বুঝতে পেরে সঞ্চালকরা LBW বলতে থাকলেও, প্রাক্তন পাক অধিনায়ক কিছুই ঠাহর করতে পারেননি। সবশেষে হেডফোন খুলে ফেলে উল্টে তিনি প্রশ্ন করেন, এমন কোনও আউট আদৌ আছে নাকি। বোঝানোর চেষ্টা করেন তাঁর সঙ্গে মশকরা হচ্ছে। এরপরও আফ্রিদি বিস্ময় নিয়ে বলতে থাকেন, সঞ্চালকরা আসলে ভুল বলে তাঁকে বিভ্রান্ত করছেন। এই প্রথম নাকি তিনি বা লেগ বিফোর দ্য উইকেট শুনলেন। সঞ্চালকরা যা বুঝিয়েছেন তাতে হয়তো হিট উইকেট হতে পারে। আফ্রিদির এই যুক্তি সোশাল মিডিয়ার হাসির ফোয়ারা তোলে। কেউ টুইটারে লেখেন, ৬০০ ম্যাচ খেলেও যিনি LBW জানেন না, তিনি আবার নাকি কাশ্মীরের স্বাধীনতার কথা বলেছেন। কেউ কেউ আফ্রিদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

দেখুন সেই মজার ভিডিও –

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement