সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলে বেগুনে জ্বলে উঠলেন যুবরাজ সিং৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ভারতীয় অল-রাউন্ডার৷ তবে বাইশ গজের কোনও কাণ্ডের জন্য নয়৷ তাঁর হবু স্ত্রী হেজেল কিচকে অপমানের বিরুদ্ধে সরব হলেন যুবি৷
দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত মডেল হেজেল৷ খুব তাড়াতাড়ি এদেশের ক্রিকেটারের বেটার-হাফ হতে চলেছেন৷ আর এদেশের মাটিতেই বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হতে হল তাঁকে৷ কে অপমান করলেন বলিউড অভিনেত্রী হেজেলকে? যুবির বাগদত্তা জানিয়েছেন, একটি অর্থ লেনদেনকারী ওয়েবসাইটের জয়পুর শাখা থেকে টাকা লেনদেন করার চেষ্টা করছিলেন তিনি৷ কিন্তু ওয়েবসাইটটি তাঁকে টাকা দিতে অস্বীকার করে৷ কারণ হিসেবে ওই সংস্থা জানায়, হেজেল নাম শুনে ঠিক ‘হিন্দু’ মনে হচ্ছে না৷ তাই তারা লেনদেন করতে নারাজ৷ এমন অদ্ভূত যুক্তিতে বিস্মিত ও অপমানিত হেজেল৷
Im sickened by the attitude of these people,in front of my HINDU mother + my muslim friend @1NS1A #outrage #racism https://t.co/Rq7eIyEcWG
— Hazel Keech (@hazelkeech) August 30, 2016
টুইটারে তিনি লেখেন, “আমার নাম হেজেল কিচ৷ আমি হিন্দু হিসেবে জন্মেছি না বড় হয়েছি, এতে কী যায় আসে? এর সঙ্গে টাকা দেওয়া বা না দেওয়ার কি কোনও সম্পর্ক আছে? আমার হিন্দু মা ও মুসলমান বান্ধবীর সামনে আমাকে অপমান করা হয়েছে৷
My name is Hazel Keech. i am Hindu born/raise. But why does dat matter at @WesternUnion whether2 give me money or no https://t.co/jF7XIzm6Yu
— Hazel Keech (@hazelkeech) August 30, 2016
গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ যুবি৷ ওয়েস্টার্ন ইউনিয়ন নামে ওই অর্থ লেনদেনকারী সংস্থাকে ধিক্কার জানিয়ে তিনি বলেছেন, “এই ধরনের বর্ণবিদ্বেষমূলক আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ আশা করছি, জয়পুর শাখার পীযুষ শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷”
Mr Piyush Sharma @WesternUnion in Jaipur this behaviour will not be tolerated,we would expect some serious action to be taken against him !
— yuvraj singh (@YUVSTRONG12) August 30, 2016
হেজেল কিচের মতো সেলিব্রিটিকেই যদি এমন পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে, তা আন্দাজ করা হয়তো খুব একটা কঠিন নয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.