Advertisement
Advertisement

Breaking News

হবু স্ত্রী অপমানিত হওয়ায় ক্ষুব্ধ যুবরাজ

কে অপমান করলেন বলিউড অভিনেত্রী হ্যাজেলকে?

Western Union denies Hazel Keech Money for not being 'Hindu' enough, Yuvraj Singh became furious
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 3:40 pm
  • Updated:June 17, 2022 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলে বেগুনে জ্বলে উঠলেন যুবরাজ সিং৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ভারতীয় অল-রাউন্ডার৷ তবে বাইশ গজের কোনও কাণ্ডের জন্য নয়৷ তাঁর হবু স্ত্রী হেজেল কিচকে অপমানের বিরুদ্ধে সরব হলেন যুবি৷

দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত মডেল হেজেল৷ খুব তাড়াতাড়ি এদেশের ক্রিকেটারের বেটার-হাফ হতে চলেছেন৷ আর এদেশের মাটিতেই বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হতে হল তাঁকে৷ কে অপমান করলেন বলিউড অভিনেত্রী হেজেলকে? যুবির বাগদত্তা জানিয়েছেন, একটি অর্থ লেনদেনকারী ওয়েবসাইটের জয়পুর শাখা থেকে টাকা লেনদেন করার চেষ্টা করছিলেন তিনি৷ কিন্তু ওয়েবসাইটটি তাঁকে টাকা দিতে অস্বীকার করে৷ কারণ হিসেবে ওই সংস্থা জানায়, হেজেল নাম শুনে ঠিক ‘হিন্দু’ মনে হচ্ছে না৷ তাই তারা লেনদেন করতে নারাজ৷ এমন অদ্ভূত যুক্তিতে বিস্মিত ও অপমানিত হেজেল৷

Advertisement

টুইটারে তিনি লেখেন, “আমার নাম হেজেল কিচ৷ আমি হিন্দু হিসেবে জন্মেছি না বড় হয়েছি, এতে কী যায় আসে? এর সঙ্গে টাকা দেওয়া বা না দেওয়ার কি কোনও সম্পর্ক আছে? আমার হিন্দু মা ও মুসলমান বান্ধবীর সামনে আমাকে অপমান করা হয়েছে৷

গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ যুবি৷ ওয়েস্টার্ন ইউনিয়ন নামে ওই অর্থ লেনদেনকারী সংস্থাকে ধিক্কার জানিয়ে তিনি বলেছেন, “এই ধরনের বর্ণবিদ্বেষমূলক আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ আশা করছি, জয়পুর শাখার পীযুষ শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷”

হেজেল কিচের মতো সেলিব্রিটিকেই যদি এমন পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে, তা আন্দাজ করা হয়তো খুব একটা কঠিন নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement