ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বনাম ৯-এর লড়াইয়ে খাদের কিনারে দাঁড়িয়েও আইএসএলে পয়েন্ট দখল করেছে ইস্টবেঙ্গল। ড্র হয়ে যাওয়া এই ম্যাচে লাল-হলুদের লড়াকু মনোভাব সমর্থকদের ভালবাসা আদায় করে নিলেও, বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নন্দকুমার ও মহেশ নাওরেম সিংয়ের দুটি লালকার্ড। এই ঘটনায় ম্যাচে রেফারিং নিয়ে কোনও অভিযোগ না করলেও মহেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিলেন কোচ অস্কার ব্রুজো।
শনিবার আইএসএলে প্রথমবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মহামেডান। ডার্বিতে দুই দলের যুদ্ধের মাঝেই ২৯ মিনিটের মাথায় ঘটে অঘটন। ঘরির কাঁটায় তখন খেলা গড়িয়েছে মাত্র ২৮ মিনিট। বল বিপক্ষের বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইস্টবেঙ্গলের নন্দ। মহামেডানের অমরজিৎ সিং কিয়াম বাধা দেন তাঁকে। সেই সময় নন্দর হাত সোজা গিয়ে আঘাত করে অমরজিতের মুখে। রেফারি হরিশ কুণ্ডু প্রথমে হলুদ কার্ড দেখান অমরজিতকেই। তার পর সহকারী রেফারির সঙ্গে কথা বলে সোজা লাল কার্ড দেখান নন্দকে। নাটকের তখনও বাকি ছিল। পরের মুহূর্তেই লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের মহেশ সিং। আগের সিদ্ধান্তে ক্রুদ্ধ মহেশ লাথি মারেন মাঠে পড়ে থাকা একটি জলের বোতলে। রেফারি সামনেই ছিলেন। এর আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন মহেশ। আরও একটি কার্ড দেখিয়ে তাঁকে বাইরের পথ দেখান হরিশ কুণ্ডু।
ম্যাচ শেষের পর সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মহেশের আচরণ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অস্কার ব্রুজো। এবং তাঁর অশোভন আচরণের জন্য শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, “সবটাই হচ্ছিল আমাদের বিরুদ্ধে। রেফারির সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা পরের বিষয়। কিন্তু মহেশ যেটা করেছে সেটা ঠিক নয়। নিয়ম ভাঙার জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্লাব। ওকে শৃঙ্খলা শেখাতে হবে।”
তবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুজন প্লেয়ার খুইয়ে ৯ জনকে নিয়ে লড়াই চালিয়ে যায় লাল-হলুদ। ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। এই ড্রকে অবশ্য নৈতিক জয় হিসেবে দেখছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ কোচ বলেন, “এই ড্র আমাদের কাছে নৈতিক জয়। কারণ, আমাদের দু’জন কম ছিল। তাই ঠিক করেছিলাম সেট পিসের উপর বেশি জোর দেব। সেটাই চেষ্টা করেছি। জিততে পারিনি। কিন্তু হারিনি। আট মাস পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে গোল খায়নি। আমাদের প্রধান লক্ষ্য জেতা। পরের ম্যাচে সেই চেষ্টাই করব। আমি নিশ্চিত আমরা ফিরব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.