Advertisement
Advertisement

ওয়াঘা সীমান্তে পাক পেসার হাসান আলির কীর্তি দেখলে আপনিও রেগে যাবেন!

পাক ক্রিকেটারের অসভ্যতায় দেশ জুড়ে নিন্দার ঝড়৷ দেখুন ভিডিও৷

Watch: Pakistan cricketer Hassan Ali mocks BSF
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 22, 2018 8:20 pm
  • Updated:April 22, 2018 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক ক্রিকেটারের অসভ্য আচরণে শোরগোল! ওয়াঘায় দাঁড়িয়ে পাক ক্রিকেটার হাসান আলির ইতরামোয় ছিঃ ছিঃ রব উঠেছে চারদিকে৷ আটটারি-ওয়াঘা সীমান্তে নিয়মাফিক ভারত ও পাক সেনার মহড়া চলাকালীন উইকেট নেওয়ার ভঙ্গিতে ভারতীয়দের প্রতি জঘন্য অঙ্গভঙ্গি করলেন এই পাক মিডিয়াম পেসার৷

[অকল্পনীয়! নিজের মাকেই ধর্ষণ পর্নে আসক্ত যুবকের]

মুহূর্তে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই সোশ্যাল সাইটে হাসান আলির তীব্র নিন্দা করেছেন ভারতীয়রা৷ তাঁর এই আচরণে বহু পুরনো মহড়ার মাধুর্য নষ্ট হল বলেও কেউ কেউ দাবি করেছেন৷ ১৯৫৯ সাল থেকে চলে আসছে এই মহড়া। প্রতিদিন সূর্যাস্তের সময় ওয়াঘা সীমান্তে দুই দেশের পতাকা নামায় সীমান্তরক্ষীরা। ভারতের দিকে দায়িত্ব থাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপর (বিএসএফ) ও পাকিস্তানের দিকটি দেখে পাক রেঞ্জার্স। পতাকা নামানোর সঙ্গে সঙ্গে দুই প্রান্তেই চলে কিছু আনুষ্ঠানিকতা। কিন্তু এই আনুষ্ঠানিকতায় শনিবার কিছুটা অযাচিতভাবেই ঢুকে পড়েন পাক পেসার৷ ভারতীয়দের লক্ষ্য করে একটানা উসকানিমূলক অঙ্গভঙ্গি করে যেতে থাকেন৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ বিএসএফ। বাহিনীর তরফে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর কথাও ভাবা হচ্ছে৷

Advertisement

[সৌদিতে সেনা অভ্যুত্থানের জল্পনা! কিং সলমনের প্রাসাদে চলল ব্যাপক গোলাগুলি]

এমনিতেই ‘ফ্ল্যাগ লোয়ারিং সেরিমনি’ ঘিরে দুই দেশের নাগরিকরাই বেশ তেতে থাকেন৷ দুই দেশের নাগরিকদের চিৎকারে সে সময় কান পাতাই দায়! দুই দেশের সেনা আধিকারিকরাও একে অপরকে লক্ষ্য করে প্রতীকী গাম্ভীর্য দেখান৷ কিন্তু পুরোটাই আসলে মহড়া৷ এই সীমান্তেই ইদ বা দিওয়ালিতে মিষ্টি বিতরণ চলে৷ শনিবার এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মর্যাদা ভেঙেছেন হাসান আলি, বলে মনে করছে বিএসএফ৷ পাক ক্রিকেট দলের সদস্যরা এই অনুষ্ঠান দেখতে এসেছিলেন এদিন৷ পাক সমর্থকদের চিৎকারেই বোধয় হাসান আলি উত্তেজিত হয়ে ওঠেন৷ পাকিস্তানের দিক থেকে ভারতীয়দের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন৷ উইকেট নেওয়ার ভঙ্গিতে জয়োল্লাস করতে থাকেন৷ এতেই প্রবল চটেন ভারতীয়রা৷ টুইটারে পাক মিডিয়াম পেসারের মুণ্ডপাত করতে থাকেন নেটিজেনদের একাংশ৷ বিএসএফ তাঁর এই আচরণ সম্পর্কে বিস্তারিত নোট নিয়েছে৷ তবে সেনা আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০ মিটার দূরে, পাক মাটিতে দাঁড়িয়েই হাসান আলি এই কীর্তিটি ঘটিয়েছেন৷ হাসানের ৪০ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি৷

[৯দিন পর তেলেঙ্গানা থেকে উদ্ধার সল্টলেকের পুলিশকর্তার নাবালিকা মেয়ে, গ্রেপ্তার যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement