সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওঁরা দেশের প্রতিনিধি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দেওয়ার প্রতিজ্ঞা করে বিদেশ পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে যে এমন অবস্থায় পড়তে হবে, তা তাঁরা স্বপ্নেও ভাবেননি।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দিল্লির একটি মহিলা হকি দল টুর্নামেন্টের জন্য অ্যাডিলেডে পৌঁছেছে। সঙ্গে রয়েছেন তাঁদের কোচও। কিন্তু সেখানে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পড়তে হয়েছে যুবতীদের। মাঠে পৌঁছনোর জন্য না রয়েছে কোনও গাড়ির ব্যবস্থা, আর না খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত খাবার-দাবার। নিজেদের খরচে ট্যাক্সি করে যখন মাঠে এসে পৌঁছচ্ছেন, তখন ম্যাচই মিস হয়ে যাচ্ছে। একদিন নয়, পরপর দুদিন এ ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। কোচের বক্তব্য, প্রতিটি খেলোয়াড়ই মধ্য ও নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন। আর্থিক স্বচ্ছলতা নেই কারওরই। কিন্তু টুর্নামেন্টের জন্য প্রত্যেকের পিছনে প্রায় আড়াই লক্ষ ডলার খরচ হচ্ছে। এমন অবস্থায় সরকারি সাহায্য না মেলায় ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।
Kind attention @SushmaSwaraj Ji, @HCICanberra @AusHCIndia, @Ra_thore Ji – these girls went to Australia as our nation’s representative to play Hockey. They need our support to bring home medals and glory. Please listen to the video and take quick action for real #ChakDeIndia pic.twitter.com/4ACjFw7R5O
— Manjinder S Sirsa (@mssirsa) December 4, 2017
নেটদুনিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানেও মহিলা খেলোয়াড়রা বিরক্তি প্রকাশ করেছেন। বলছেন, “আমরা এত কষ্ট করে দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি, অথচ সরকারের তরফে কোনও সাহায্যই মিলছে না।” ভিডিওটি টুইট করে ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকেও খবর দেওয়া হয়। বিদেশের মাটিতে ভারতীয় খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে কেন পড়তে হল, তা খতিয়ে দেখার নির্দেশ দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। পরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই গোটা বিষয়টির খোঁজ নেয়। তাদের তরফে জানানো হয়, কোচ-সহ মহিলাদের এই দলটির বিদেশ সফরের কোনও ছাড়পত্র দেয়নি প্রশাসন। এমনকী হকি ইন্ডিয়াও এ বিষয়ে অবগত নয়। হকি ইন্ডিয়াও টুইট করে জানায়, ভিডিওতে যে কোচকে দেখা গিয়েছে তিনি কোনও জাতীয় হকি প্রোগ্রামের সঙ্গে জড়িত নন। সেই সঙ্গে এই খেলোয়াড়রাও ভারতের কোনও মহিলা হকি দলের অংশ নন। তাই গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
No Govt. Of #India sanction/approval for travel has been accorded to the team and coach featured in the video circulating on social media. Neither has @TheHockeyIndia approved or sanctioned the tour. 1/2 @Ra_THORe @SushmaSwaraj @HCICanberra @AusHCIndia
— SAIMedia (@Media_SAI) December 4, 2017
Taking serious note of this, Hon. Sports Minister Col @Ra_THORe has ordered investigation and action into this matter, which has caused inconvenience and embarrassment to the girls and has brought disrepute to the nation. 2/2 @TheHockeyIndia @MEAQuery @HCICanberra @AusHCIndia https://t.co/CDO9DS4ouS
— SAIMedia (@Media_SAI) December 4, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.