Advertisement
Advertisement

Breaking News

বাবা ট্রফি জেতায় অভিনব সেলিব্রেশন খুদে মেসির, ভাইরাল ভিডিও

দেখে নিন খুদে মাতেওর কাণ্ড!

Watch how Leo Messi's son Mateo celebrating the Copa del Rey victory
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 3:42 pm
  • Updated:May 28, 2017 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে বাবা’র দল৷ ডিপার্টিভো অ্যালাভেসকে হারিয়ে ক্লাবকে কাপ এনে দিয়েছেন লিও মেসি৷ সেরা হওয়ার জন্য কাপ? সেটা আবার কী! কাপ মানে তো যে পাত্রে পানীয় ঢেলে পান করা হয়! হ্যাঁ৷ কাপ বলতে লিও মেসির ছোট ছেলে মাতেও আপাতত এতটুকুই বোঝে৷ আর সেই কাপ হাতে পেয়ে মিষ্টি মাতেও যা করল, সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

পাঁচ বছর পর লা লিগা হাতছাড়া হয়েছে বার্সেলোনার৷ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিল দল৷ তাই সমর্থকদের মুখে হাসি ফোটাতে কোপা দেল রে-কেই পাখির চোখ করেছিলেন মেসিরা৷ শনিবার রাতে সেই লক্ষ্যপূরণ হয়৷ অ্যালাভেসকে ৩-১ গোলে হারিয়ে ২৯ বারের জন্য টুর্নামেন্টের খেতাব ঘরে তোলে বার্সা৷ গোল করে প্রথমেই দলকে এগিয়ে দিয়েছিলেন এলএম টেন৷ বাকি দু’টি গোল নেইমার এবং প্যাকোর৷ গত তিন বছরে ক্লাবকে এই নিয়ে মোট ন’টি ট্রফি এনে দিয়ে বিদায় জানালেন কোচ লুই এনরিকে৷ জয়ের পর কোচের মুখে শোনা গেল মেসির প্রশংসা৷ এনরিকে জানান, “লা লিগা হাতছাড়া হওয়ার পর দলকে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন আর্জেন্টাইন তারকাই৷ মেসির সেরা সময়টায় ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে আমার৷ ওর এমন পারফরম্যান্সে আমি আপ্লুত৷” তবে মাঠে এলএম টেন নজর কাড়লেও ট্রফি জয়ের পর সব ক্যামেরা ঘুরে গেল আরেকজনের দিকে৷ তিনি খুদে মেসি৷

Advertisement

[ভারত-পাক ম্যাচের আগে ফের ‘মওকা মওকা’র নতুন ভিডিওয় মজে নেটদুনিয়া]

মেসির খেলা দেখতে ভিসেন্তে ক্যাল্ডেরনে দুই ছেলে নিয়ে পৌঁছে গিয়েছিলেন গার্লফ্রেন্ড অ্যান্তোনেলা৷ ম্যাচ শেষে পরিবারের সঙ্গে জয়ের সেলিব্রেশনে মাতেন বার্সা সুপারস্টারও৷ দুই ভাই থিয়াগো এবং মাতেও মাঠে নেমে পড়ে৷ সেই সময়ই থিয়াগো একটি কাপ বাড়িয়ে দেয় ভাইয়ের হাতে৷ যে কাপ হাতে পেতেই সোজা তাতে মুখ লাগিয়ে বসে মাতেও৷ ঠিক বাড়িতে যেভাবে গ্লাস বা কাপে চুমুক দিয়ে পান করতে অভ্যস্ত সে৷ ছুটে গিয়ে বাবাকেও দেখায় যে দাদা একটি কাপ দিয়েছে তাকে৷ তার দুষ্টু মিষ্টি কাণ্ড দেখে দর্শকদের মুখে একটি শব্দই শোনা যাচ্ছে, ‘অঅঅঅঅ…৷’

[চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে এমন ঘটনা ঘটতে চলেছে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement