Advertisement
Advertisement

মাত্র ৪ রানে ছয় উইকেট, আগুন স্পেলে মন জয় করলেন কিউয়ি পেসার

দেখুন দুর্দান্ত স্পেলের ভিডিও।

Watch: brilliant spell by trent Bolt
Published by: Subhajit Mandal
  • Posted:December 27, 2018 6:12 pm
  • Updated:December 29, 2018 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রাইস্টচার্চের পিচ যেন পেসারদের জন্য স্বপ্নের বধ্যভূমি। কে যে কার মাথা ঘুরিয়ে দেয়, বোঝা দায়। আগেরদিন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মাথা ঘুরিয়ে দিয়েছিল শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমলের গতি। মাত্র ১৭৮-এ নিউজিল্যান্ডকে অল আউট করার পর বেশি নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। যদিও দিনের শেষে তাঁরাও ৮৮ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলেছিলেন। এমনকী, বৃহস্পতিবার সকালে যখন ওই স্কোর থেকে ৯৪/৪ হল, তখনও বোঝা যায়নি কী ভয়ংকর ঝড়টা আসতে চলেছে? তখনও মনে হচ্ছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও নিউজিল্যান্ডের স্কোর পর্যন্ত পৌঁছে যাবেন শ্রীলঙ্কানরা।

কিন্তু এরপরই ঝড় এল ট্রেন্ট বোল্টের হাত ধরে। তাঁর বলে রোশেন সিলভা তৃতীয় স্লিপে ধরা পড়ার পর থেকেই ওই ধ্বংসলীলার শুরু। মাত্র ১৫ বলেই তছনছ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। বোল্টের ওই আড়াই ওভার বলে মাত্র চার রান খরচ হল দলের। তুলে নিলেন ছ’টা উইকেট। যার জেরে ১০৪ রানেই শ্রীলঙ্কা শেষ। শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চন্ডীমালও হতবাক। রোশন সিলভাকে আউট করার পরের ওভারেই তিনটে উইকেট, কোনও রান না দিয়ে। শেষ ওভারে শেষ দুই উইকেট। সব মিলিয়ে গোটা শ্রীলঙ্কান ইনিংসে ৩০ রানে ৬ উইকেট বোল্টের। তবে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও সেটা করতে পারেননি।

Advertisement

[কেরিয়ারের ১৭তম সেঞ্চুরি করে সৌরভকে টপকে গেলেন পূজারা]

এমন আচমকা একেকটা ধাক্কা অনেক সময় ম্যাচের ভাগ্য গড়ে দেয়। হয়তো এই টেস্টও সেদিকেই এগোচ্ছে। কারণ, ওই হতবাক দশা থেকে এর পর শ্রীলঙ্কান বোলাররাও বেরতে পারেননি। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিব্যি স্বচ্ছন্দে এগোচ্ছে। দিনের শেষে তারা ২৩১/২। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষেই নিউজিল্যান্ড এগিয়ে ৩০৫ রানে। তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনও বললেন, “মাত্র কয়েক ঘণ্টা আগের সঙ্গে কতটা ফারাক এখনকার। হ্যাঁ, বোল্টের ওই স্পেল আমাদের এগিয়ে রাখছে। তবে এখনও কাজ বাকি।”

[‘ওয়ার্নার আমাকে বল বিকৃত করতে বলেছিল’, কুকীর্তি ফাঁস ব্যানক্রফটের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement