Advertisement
Advertisement

Breaking News

Wasim Akram

‘পাকিস্তান শুধু স্বপ্নই দেখতে পারে’, ধরমশালা স্টেডিয়ামের প্রশংসা করে তোপ আক্রমের

'নিজেদের তিনটে স্টেডিয়ামের দেখভালটুকুও করতে পারি না', আফসোস প্রাক্তন পেসারের।

Wasim Akram slams Pakistan over beautiful stadiums like Dharamsala

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 14, 2024 11:11 am
  • Updated:March 14, 2024 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) শুধু ধরমশালার মতো স্টেডিয়াম বানানোর স্বপ্নই দেখতে পারে। নিজেদের যেকটা স্টেডিয়াম আছে সেগুলো দেখভালই করা যায় না, সেখানে নতুন স্টেডিয়াম তৈরি তো কল্পনা। পাক ক্রিকেটের দুরাবস্থা নিয়ে এভাবেই হতাশা প্রকাশ করলেন প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম।

দ্য প্যাভিলিয়ন নামে পাকিস্তানের একটি টিভি শোতে উঠে আসে ধরমশালা স্টেডিয়ামের (Dharamsala Stadium) প্রসঙ্গ। বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হিসাবেই পরিচিত হিমাচল প্রদেশের ধৌলাধার পর্বতশ্রেণিতে অবস্থিত এই স্টেডিয়াম। সেই ছবি দেখেই এক পাক ক্রিকেটভক্ত জিজ্ঞাসা করেন, পাকিস্তানে কেন এমন সুন্দর ক্রিকেট স্টেডিয়াম নেই? দেশের উত্তরদিকে স্টেডিয়াম বানাতে কেন পিসিবি কোনও উদ্যোগ নেয় না?

Advertisement

[আরও পড়ুন: রাতের আঁধারে বিজেপিতে অর্জুন, শুভেন্দুর ‘জেদে’র কাছে টিকল না সুকান্তর ‘আপত্তি’!

এই প্রশ্নের উত্তরেই হতাশ আক্রম (Wasim Akram) বলেন, “আমরা তো নিজেদের তিনটে স্টেডিয়ামই ঠিকঠাক দেখভাল করতে পারি না। নতুন স্টেডিয়াম বানাব কী করে? গদ্দাফি স্টেডিয়ামের ছাদটার অবস্থা দেখেছেন? এই অবস্থায় নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা মানে অলীক স্বপ্ন দেখা। তবে সুন্দর স্টেডিয়াম বানানোর জায়গা রয়েছে পাকিস্তানে। দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অ্যাবটাবাদে স্টেডিয়াম তৈরি করা যেতেই পারে।”

প্রসঙ্গত, পাকিস্তানের স্টেডিয়াম দেখভাল নিয়ে বরাবরই চাপানউতোর রয়েছে। মাঠের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়ে বারবার সংঘাত বেঁধেছে পাক প্রশাসন ও ক্রিকেট বোর্ডের মধ্যে। গত বছর গদ্দাফি স্টেডিয়াম থেকে চুরি গিয়েছিল মোট আটটি সিসিটিভি, ক্যামেরার সঙ্গে ব্যবহৃত তার, জেনারেটরের ব্যাটারি-সহ মোট ১০ লক্ষ টাকার জিনিস। প্রশ্ন উঠেছিল, দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলো নিয়ে ক্রিকেট বোর্ড কি আদৌ ভাবিত? আক্রমের হতাশা প্রকাশের পর আবারও উসকে গেল সেই প্রশ্ন।

[আরও পড়ুন: ‘বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না’, সিএএ নিয়ে মমতাকে নিশানা শাহর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement