সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার থেকেও নাকি রুপো মূল্যবান! আমজনতার কাছে না হলেও পাকিস্তানের কাছে রুপো এই মুহূর্তে মহামূল্যবান। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম বলেছেন, ”আরশাদ নাদিম তোমাকে অভিনন্দন। গোটা পাকিস্তান তোমার এই রুপো জয়ের উদযাপনে ব্যস্ত। এই রুপোর মূল্য সোনার থেকেও যে অনেক বেশি।’’
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া সোনা জিতেছেন। জ্যাভলিন থ্রো ফাইনালে নীরজ বনাম আরশাদ লড়াই দেখার জন্য তৈরি ছিলেন সবাই। কিন্তু দিনান্তে সোনা জিতে নেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ। শেষমেশ হার মানতে হয় আরশাদকে।
পাক জ্যাভলিন থ্রোয়ার রুপো জেতার পরে আক্রম লিখেছেন, ”সোনার থেকেও মূল্যবান রুপো।” পাকিস্তানের প্রাক্তন পেসার আক্রম অবশ্য ব্যাখ্যা করে বলছেন, ”সোনার থেকেও রুপোর পদককে দামি বলছি, তার কারণ হল, অন্যান্য অ্যাথলিটদের মতো সেরা পরিকাঠামো পায়নি আরশাদ। তাও নিজেকে উজাড় করে দিয়েছে। ক্রিকেটের বাইরে অন্য খেলাতেও যে সাফল্য পাওয়া সম্ভব, সেটাই দেখিয়েছে আরশাদ।”
Take a bow Arshad Nadeem… the whole Pakistan is celebrating your silver medal … worth more than a gold … in World Athletics Championship. Why I said it’s worth more than a gold is that you don’t get the top level facilities other athletes get, but you still excelled. So… pic.twitter.com/sG6ZA9alNw
— Wasim Akram (@wasimakramlive) August 28, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.