Advertisement
Advertisement

Breaking News

আইপিএল থেকে মুম্বই ছিটকে যাওয়ায় দারুণ খুশি প্রীতি জিন্টা! ব্যাপারটা কী?

নেটদুনিয়ায় ভাইরাল প্রীতির সেই ভিডিও৷

Wait, what! Preity Zinta says
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2018 2:59 pm
  • Updated:May 21, 2018 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দশ মরশুমের মতো আরও একটা মরশুম প্রায় কেটে গেল৷ কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের ভাগ্য পরিবর্তন হল না৷ এবারও অধরা আইপিএল ট্রফি৷ তা সত্ত্বেও প্রীতি জিন্টা দারুণ খুশি! নিজে মুখেই নাকি সে কথা জানিয়েছেন অভিনেত্রী! ব্যাপারটা কী?

রবিবার পুণেতে চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের দলের মরণ-বাঁচন ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন পাঞ্জাবের মালকিন প্রীতি৷ ধোনির দলকে বড় রানে হারাতে পারলে প্লে-অফে পৌঁছে যাওয়ার সুযোগ ছিল রবিচন্দ্রন অশ্বিনদের৷ কিন্তু ধোনিদের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে পারল না কিংস ইলেভেন৷ তা সত্ত্বেও গ্যালারিতে দেখা গেল, প্রীতি জিন্টা বলছেন, তিনি খুব খুশি! যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ কিন্তু তিনি এত আনন্দিত কেন? পুরো ভিডিওটি ভালভাবে দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে৷ না, নিজের দল আইপিএল থেকে ছিটকে গিয়েছে বলে নয়, বরং এবারের মতো মুম্বই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বলে খুশি প্রীতি৷

Advertisement

[প্রথম প্লে-অফে টক্কর সেয়ানে-সেয়ানে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেল কেকেআর]

তবে ভিডিওটিতে প্রীতির গলার স্বর শোনা যাচ্ছে না৷ তাঁর মুখ নাড়ানো দেখেই বা লিপ রিডিং করেই নেটিজেনরা আবিষ্কার করে ফেলেছেন প্রীতির বক্তব্য৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, তিনি বলছেন, “মুম্বই ফাইনালে পৌঁছাতে পারেনি বলে আমি খুব খুশি৷” এ কথা কতটা সত্যি তা নিয়ে অবশ্য অভিনেত্রী নিজে কিছু বলেননি। তবে পাঞ্জাব সমর্থকদের ধারণা যেহেতু মুম্বইয়ের কাছে হোম-অ্যাওয়ে দুবারই হেরেছেন অশ্বিনরা, সেই কারণেই মুম্বই ছিটকে যাওয়ায় খুশি পাঞ্জাব মালকিন৷ কিন্তু হঠাৎ নীতা আম্বানির দলের বিরুদ্ধে  প্রকাশ্যে কেন ক্ষোভ উগরে দেবেন অভিনেত্রী? কারণ আম্বানি পরিবারের সঙ্গে তাঁর কোনও মনোমালিন্যের খবর সাম্প্রতিককালে উঠে আসেনি৷ তাই এ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ নেটিজেনরা৷

[বেঙ্গালুরু এফসি’র অ্যাকাডেমিতে সুযোগ পেয়ে তাক লাগাল শিলিগুড়ির এই কিশোর ফুটবলার]

উল্লেখ্য, চলতি আইপিএলে আরও একবার সমালোচনার মুখে পড়েছিলেন জারা৷ শোনা গিয়েছিল, দলের মেন্টর বীরেন্দ্র শেহবাগের সঙ্গে নাকি বচসায় জড়িয়েছিলেন তিনি৷ যদিও টুইট করে বিষয়টি স্পষ্ট করে দেন প্রীতি নিজেই৷ জানিয়ে দেন, তাঁকে ভিলেন সাজানোর কোনও কারণ তৈরি হয়নি৷ বীরুর সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই আছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement