Advertisement
Advertisement

এবার শেহবাগের টুইটের নিশানায় সৌরভ

টুইটারের মধ্যে দিয়েই ক্রিকেটপ্রেমীদের ফের ভারতীয় ক্রিকেটের সেই সুবর্ণ যুগের কথা মনে করিয়ে দিলেন বীরু৷

Virender Sehwag trolls Sourav Ganguly on twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 11:13 am
  • Updated:July 8, 2022 12:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতীর্থ হোক বা বিপক্ষের তারকা, বীরেন্দ্র শেহবাগের টুইট থেকে রক্ষা পান না কেউই৷ মজার মজার টুইট করে বীরু নেটিজেনদের যেভাবে আনন্দ দিয়ে চলেছেন, তাতে বাকি সেলিব্রিটিদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগতেই পারে৷ টুইটারকে এক্কেবারে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি৷ কোনও উত্তেজক বা অশালীন শব্দ ব্যবহার না করেও যে মানুষকে দিনের পর দিন হাসানো যায়, তা শেহবাগের টুইট না পড়লে বিশ্বাস করা কঠিন৷ ঠিক যেভাবে বাইশ গজে ছক্কা হাঁকিয়ে ক্রিকেটভক্তদের মনোরঞ্জন করতেন, তেমনই টুইটারেও মাস্টার স্ট্রোক দিয়ে চলেছেন বীরু৷ এবার প্রাক্তন ভারতীয় ওপেনারের টুইটে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম৷

(মেসি, ফেডেরারকে হেলায় হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো)

সম্প্রতি এক অনুষ্ঠানে শেহবাগকে টুইটের জন্য দশে দশ দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ৷ তিনি কেন ফুল মার্কস পাওয়ার যোগ্য তার প্রমাণ ফের দিলেন শুক্রবার৷ টুইটারের মধ্যে দিয়েই ক্রিকেটপ্রেমীদের ফের ভারতীয় ক্রিকেটের সেই সুবর্ণ যুগের কথা মনে করিয়ে দিলেন বীরু৷ যখন বাইশ গজ মাতাতেন সৌরভ-শচীন-দ্রাবিড়-লক্ষ্মণ-শেহবাগরা৷

Advertisement

(চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না টিম ইন্ডিয়া, আইসিসি-কে হুমকি বোর্ডের)

বাইশ গজে ব্যাটিং করার সময় সৌরভকে মাঝে মধ্যেই দেখা যেত, বারবারই চোখের পলক ফেলছেন তিনি৷ চশমার পরিবর্তে লেন্স পরে ব্যাটিং করতেন বলেই হয়তো চোখে সামান্য সমস্যা হত তাঁর৷ সেই ঘটনাকেই একটি পান্ডার ছবি পোস্ট করে মনে করালেন শেহবাগ৷ সঙ্গে লিখলেন, চেনা ব্যক্তি যখন বিনা চশমায় থাকেন, তখন এমনটাই দেখায়৷ তবে তা যে নেহাতই ঠাট্টা, তাও পরিষ্কার হল শেহবাগের টুইটে সৌরভের প্রশংসা দেখে৷ টুইটারে তাঁর মন্তব্য, “চোখ পিটপিট করতে করতেই স্পিনারদের ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠাতেন দাদা৷” মহারাজ অবশ্য এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement