Advertisement
Advertisement

এবার আইপিএলে নয়া অবতারে আসছেন শেহবাগ

২০১৪ সালে পাঞ্জাবের কোচিংয়ের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন বাঙ্গার৷

Virender Sehwag likely to replace Bangar as coach of Kings XI Punjab
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 6:03 pm
  • Updated:December 24, 2016 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্রিকেটের বাইশ গজে ফিরছেন বীরেন্দ্র শেহবাগ৷ তবে এবার মারকুটে ব্যাটসম্যান হিসেবে নয়৷ এক্কেবারে নয়া অবতারে ধরা দিতে পারেন মুলতান কা সুলতান৷ সব ঠিকঠিক থাকলে আইপিএল দশে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হেড কোচের দায়িত্বে থাকবেন বীরু৷

দুর্বল পারফরম্যান্সের জন্য বেশ কয়েক বছর আইপিএল-এ তালিকার একেবারে নিচের দিকে শেষ করেছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন৷ এবার তাই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দল৷ আর সেই কারণেই শেহবাগকে কোচ করার চিন্তা ভাবনা করছে এই ফ্র্যাঞ্চাইজি৷ দলের হেড কোচের পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন সঞ্জয় বাঙ্গার৷ তাঁর উত্তরসূরি হিসেবেই ভাবা হচ্ছে শেহবাগের নাম৷ সূত্রের খবর, টুর্নামেন্টের নবম মরশুমে দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য গত মাসেই পাঞ্জাব দলের কর্ণধার তথা বলি অভিনেত্রী প্রীতির সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বাঙ্গার৷ তারপরই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি৷

Advertisement

২০১৪ সালে পাঞ্জাবের কোচিংয়ের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন বাঙ্গার৷ তারপরই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ডাক পান৷ কিন্তু চলতি বছর আইপিএল-এ চূড়ান্ত ব্যর্থ হয় দল৷ সেই কারণেই কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এককালে বাইশ গজে বিশ্বমানের বোলারদের ত্রাস ছিলেন শেহবাগ৷ এবার তাঁর সামনে নয়া চ্যালেঞ্জ৷ ভক্তদের আশা, এই পরীক্ষাতেও লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হবেন বীরু৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement