সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ‘এক সে বরকর এক’ টুইট উপহার দেন বীরেন্দ্র শেহবাগ৷ বাইশ গজে নিজের মাস্টারস্ট্রোকের জন্য যেমন তিনি জনপ্রিয় ছিলেন, তেমনই সোশ্যাল সাইটেও তাঁর ভক্তের সংখ্যা উপচে পড়ছে৷ কখন ‘হটকে’ একটি টুইট করবেন শেহবাগ৷ সেই আশাতে বসে থাকেন তাঁর ফ্যানরা৷ কিন্তু এবার এ কী হল?
শেহবাগের টুইটে রীতিমতো খেপে গেলেন তাঁর অনুগামীরা৷ কী এমন টুইট করেছিলেন বীরু যার জন্য তেলে বেগুনে জ্বলে উঠলেন তাঁরা?
চায়ের আড্ডা থেকে পাড়ার রক, সোশ্যাল সাইট থেকে মেট্রো রেলের কামরা, দেশ জুড়ে এখন একটাই আলোচনা৷ ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল৷ প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান৷ আর সেই ইস্যুতে টুইট করেছিলেন তিনি৷ শহিদ ভারতীয় জওয়ান হনুমানথাপ্পার উদ্ধার কাজের একটি ছবি পোস্ট করে শেহবাগ লেখেন, “মাইনাস ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ৩৫ ফুট বরফের নিচে ছ’দিন অপেক্ষারত ছিলেন শহিদ হনুমানথাপ্পা৷ আশা করেছিলেন তাঁকে ঠিক উদ্ধার করা হবে৷ আর দেশ উদ্ধারের জন্য মানুষ কয়েকটা ঘণ্টা লাইনে দাঁড়াতে পারবে না?”
Shaheed Hanumanthappa waited 6days,35ft under snow,in-45°C,in hope of being rescued.
Surely,we can wait few hrs in line to rescue Our Nation pic.twitter.com/TKvpsZ3KCH— Virender Sehwag (@virendersehwag) 14 November 2016
মোদিকে সমর্থন করায় শেহবাগের উপর তাঁর ভক্তরা যত না রেগেছেন, তার চেয়ে বেশি চটেছেন এই ঘটনার সঙ্গে শহিদ হনুমানথাপ্পার তুলনা টেনে আনায়৷ অনেকেই এর জবাবে লিখেছেন, তাহলে এবার সরকারের সমস্ত বোকামির জন্য সেনাদের উদাহরণ টানা হবে?
.@virendersehwag Paaji, How many hours you have waited? Long queues are the results of Govts mismanagement in the currency distribution.
— Sowmya (@SoGe89) 14 November 2016
আরেকজনের বক্তব্য, “এসি ঘরে বসে এসব কথা বলা খুব সহজ৷”
@suhailski @priyashmita @rowdursrini &privileged folks like @virendersehwag sit aaram se in AC rooms&give us gyan when we stand in Qs.
— Saileena (@saileenas) 14 November 2016
অন্যজনের প্রশ্ন, “সেনারা সীমান্তে যুদ্ধ করছে বলে মানুষ সব বিনোদন ত্যাগ করবে?” আরেক ভক্ত বিরক্তি প্রকাশ করে বলেছেন, “শেহবাগকে তো আর লাইনে দাঁড়াতে হবে না৷ বাড়ি বসেই সব টাকা জমা পড়ে যাবে৷” সবমিলিয়ে দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গিয়ে ‘খলনায়ক’ই হয়ে গেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.