Advertisement
Advertisement
Virat Kohli Rahul Dravid

সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের সঙ্গে ছবি পোস্ট কোহলির, ১২ বছর আগের স্মৃতিতে ডুব দিলেন বিরাট

১২ জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

Virat Kohlli shares a post with Rahul Dravid । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 10, 2023 5:07 pm
  • Updated:July 10, 2023 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোমিনিকায় শেষ বার দু’ জনে একসঙ্গে খেলেছিলেন সেই ২০১১ সালে।
তখন ভারতীয় দলের নেতৃত্বের আর্মব্যান্ড ছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে। আর তাঁরা দু’ জন ছিলেন টিম ইন্ডিয়ার সদস্য।
ডোমিনিকার সেই ম্যাচের পর কেটে গিয়েছে এক যুগ। তাঁরা দু’ জন আবার খেলবেন ডোমিনিকায়। মাঝখান থেকে ভূমিকা বদলে গিয়েছে তাঁদের।

রাহুল দ্রাবিড় এখন জাতীয় দলের কোচ। আর বিরাট কোহলি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের এই দলে আর কেউ নেই যাঁরা ১২ বছর আগে খেলে গিয়েছিলেন ডোমিনিকায়।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের দিনদুয়েক বাদে ধোনিকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট শ্রীসন্থের, বিতর্কে প্রাক্তন এই বোলার]

১২ জুলাই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে ছবি পোস্ট করেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্যাপশন হিসেবে লেখেন, ”ডোমিনিকায় ২০১১ সালে শেষবার টেস্ট ম্যাচে খেলেছিলাম আমরা। কখনও ভাবিনি জীবন আবার আমাদের এখানে ফিরিয়ে দেবে। তবে অন্য ভূমিকায়। কৃতজ্ঞতা।”

২০১১ সালের সেই টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। শেষ দিনে ৩২ ওভারে ১৮০ রান তাড়া করতে নেমে ভারতীয় দল করেছিল তিন উইকেটে ৯৪।

 

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটো টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

[আরও পড়ুন:মেসির ম্যুরালে তুলির শেষ টান বেকহ্যামের, রইল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement