Advertisement
Advertisement

জামাইকায় সিরিজ ২-০ করতে চান বিরাটরা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে বিরাটদের শুভেচ্ছার ভিডিওগুলি পোস্ট করা হয়েছে৷ গ্যারির সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷

Virat Kohli wishes Garfield Sobers ahead of 2nd test against
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 8:18 pm
  • Updated:July 29, 2016 8:18 pm  

দেবাশিস সেন, জামাইকা: কিংবদন্তি গ্যারি সোবার্সের জন্মদিন উপলক্ষ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উৎসবের মেজাজ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানকে সম্মান জানাতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজনও করা হয়েছিল৷ অনুগামীদের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ৮০ বছরের গ্যারিও৷ গোটা ক্যারিবিয়ান দল তো বটেই, তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, অনিল কুম্বলেরাও৷

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে বিরাটদের শুভেচ্ছার ভিডিওগুলি পোস্ট করা হয়েছে৷ গ্যারির সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷ কিংবদন্তির থেকে ব্যাটিং টিপস নিতে চান বিরাট৷ কোচ অনিল কুম্বলে গ্যারিকে ‘দ্য গ্রেটেস্ট’ বলে সম্বোধন করেন৷

Advertisement

এদিকে, শনিবার ২-০-র লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে হোল্ডারদের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া৷ সাবাইনা পার্কের উইকেট বললেই হাড় হিম করা বেশ কয়েকটি ঘটনা ক্রিকেটপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে৷ মার্শাল, হোল্ডিং, অ্যামব্রোজদের সেই সব স্পেল সামলাতে ব্যাটসম্যানদের নাভিঃশ্বাস উঠে যেত৷ তবে দিন বদলের সঙ্গে সঙ্গে সেই সবও বদলেছে৷ এখন আর জামাইকা, অ্যান্টিগাতে সেই রকম উইকেটও নেই৷ আর ওয়েস্ট ইন্ডিজের সেই পেস অ্যাটাকও নেই৷ দূর থেকেই দেখে বোঝা যায়, এবারের বাইশ গজ বেশ সবুজ৷

ম্যাচের আগেও আর এতটুকু ঘাস কাটা হবে না বলেই জানা গিয়েছে৷ আসলে জেসন হোল্ডাররা চাইছেন পিচে যতটা সম্ভব বেশি ঘাস রেখে দিতে৷ কারণ প্রথম টেস্টে অশ্বিনকে খেলতে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের৷ এই টেস্টের আগে আবার এক নতুন পেসারকে দলে আনা হয়েছে৷ ওয়েস্ট ইন্ডিজ শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, জোসেফ জামাইকাতে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন৷

প্রথম টেস্টে বিপক্ষকে উড়িয়ে দেওয়ার পর অবশ্য খোস মেজাজে রয়েছে কুম্বলে অ্যান্ড কোং৷ পুজারা যেমন বলছিলেন, “ওদের কে খেলবে আর খেলবে না, সেটা নিয়ে আমরা ভেবে কী করব? শুনেছি নতুন একজন পেসারকে দলে নেওয়া হয়েছে৷ ম্যাচে নামার আগে ভিডিও অ্যানালিসিস তো হবেই৷ শুধু শুধু এটা নিয়ে ভাবার মতো কিছু হয়নি৷” এদিকে উইকেটে ঘাস দেখে ভারতীয় পেসারদেরও চোখ এখন থেকেই চকচক করছে৷ কারণ পেস অ্যাটাকের দিক থেকেও ভারতীয় দল এগিয়ে৷ গোটা দল ছন্দেই রয়েছে৷ বিশেষ করে শিখর ধাওয়ান ফর্মে ফেরায় আরও স্বস্তি৷ এই ম্যাচে আবার শূন্য থেকে শুরু করতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement